ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভিডিও ফাঁসের ঘটনায় মুখ খুললেন বিপাশা (ভিডিও)

প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৮ নভেম্বর ২০১৫

রাজ থ্রি ছবির পর তাকে দেখা যায়নি আর কোনো ছবিতে। তবে কোনো ছবিতে দেখা না গেলেও নিজের প্রেমের কারণে সবসময়ই ছিলেন খবরের শিরোনামে। বলছি বলিউড সুন্দরী বিপাশা বসুর কথা। অনলাইনে ফাঁস হওয়া নিজের ভিডিও নিয়ে মুখ খুললেন এই তারকা।

সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়ে ওঠে বিপাশা ও তার প্রেমিক কারান সিং গ্রোভারের একটি ব্যায়াম করার ভিডিও। তবে ভিডিওটির শিরোনাম ছড়ানো হয় সেক্স টেপ নামে। এ নিয়েই বেজায় ক্ষুব্ধ এই বলিউড সেনসেশন।

বিপাশা বলেন, ‘ট্রেনিং এর সময় ট্রেইনার আব্বাস ভিডিও করেছিলেন তিনি জানতেন না। তবে সে ভিডিও টি অনলাইনে যে নামে ছড়ানো হচ্ছে তা মোটেও শুভবুদ্ধির পরিচয় বহন করেনা।’

এমন ঘটনায় হতাশ এই বলিউড তারকা। জন আব্রাহামের সাথে সম্পর্কের বিচ্ছেদের পর নতুন করে প্রেম করছেন এই তারকা।



আরএএইচ/এসএইচএস/পিআর