ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

যশোরে প্রাণ-আপ কনসার্ট শুরু

প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৬ নভেম্বর ২০১৫

`নিরাপদ শৈশব শিশুর অধিকার` স্লোগান নিয়ে যশোরে প্রাণ-এর জনপ্রিয় কোমলপানীয় ব্র্যান্ড প্রাণ আপ কনসার্ট শুরু হয়েছে। শেকড় যশোরের আয়োজনে ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার বিকেল ৩টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ কনসার্ট শুরু হয়। এর আগেই হাজার হাজার স্থানীয় জনতা ড. রাজ্জাক কলেজ মাঠে উপস্থিত হয়। নৃত্য, সঙ্গীতসহ নানা আয়োজনে উপভোগ্য হয়ে উঠেছে কলেজ মাঠ।

Pran-up
 
শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু জানান, শুরু থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মঞ্চে থাকবে যশোরের স্থানীয় শিল্পী ও শেড়কের সদস্যদের পরিবেশনা। এরপর নিরাপদ শিশু ও শিশু অধিকার বিষয়ক আলোচনা এবং কনসার্ট অনুষ্ঠিত হবে।

Pran-up

কনসার্টে থাকছে ক্লোজআপ ওয়ান-১২ এর সেরা তারকা লায়লা, রকস্টার আরিফ ও  এসআই টুটুল। অনুষ্ঠানের শুরু থেকেই দর্শকরা প্রাণোচ্ছল পরিবেশে আনন্দ আয়োজন উপভোগ করছেন। তারকা শিল্পীরা মঞ্চে উঠলে কনসার্টটি  আরো প্রাণবন্ত হয়ে উঠবে বলেও জানান রওশন আরা রাসু ।

মিলন রহমান/এআরএ/এএইচ/এমএস