দ্বিতীয় অপারেশন শেষে আইসিইউতে দিতি
মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো অপারেশন সম্পন্ন হয়েছে চিত্রনায়িকা দিতির। বর্তমানে তাকে চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামোটলজি) হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাতটায় দিতির মস্তিষ্ক অস্ত্রোপচার হয়। তারপর তাকে আইসিইউতে সিয়ে যাওয়া হয়। সেখানে শুক্রবার দুপুর পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এরপর ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে তার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করবেন।
চেন্নাইয়ে দিতির চিকিৎসার তত্ত্বাবধান করছেন হাসপাতালের চিকিৎসক ড. পল টি হেংগ্রি।
এর আগে ২৯ জুলাই একই হাসপাতালে দিতিরি মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। বেশ কিছুদিন সুস্থ থাকলে গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন এ অভিনেত্রী। সেখানে অবস্থা অপরিবর্তনীয় থাকলে মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য চেন্নাইতে নিয়ে যাওয়া হয় নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীকে। সেখানে দিতির সঙ্গে রয়েছে তার কন্যা লামিয়া চৌধুরী।
এলএ/আরআইপি