ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হারপিকের শুভেচ্ছা দূত নোবেল

প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

তাকে বলা হয় দেশিয় মডেলিংয়ের অঘোষিত রাজপুত্র। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে মডেলিংয়ে থাকলেও তার বিজ্ঞাপনচিত্রের সংখ্যা সীমিত। এর কারণ তিনি বেছে বেছে বিজ্ঞাপন করেন। বলছি আদিল হোসেন নোবেলের কথা।

নতুন খবর হচ্ছে, টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপিকের শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন এই তারকা মডেল। সম্প্রতি পণ্যটির বাজারজাতকারী প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অফিসে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন তিনি।

অনুষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) রঘু কৃষনান।

নোবেল জানান, ‘দীর্ঘদিন পর নতুন বিজ্ঞাপনে কাজ করবো ভাবতে ভাল লাগছে। সাথে হারপিকের বিভিন্ন ক্যাম্পেইনেও অংশ নেবো। আশা করি, এই পণ্যটির জন্য ভালো কিছু উপহার দিতে পারবো।’
 
জানা গেছে, চুক্তি অনুযায়ী  হারপিকের বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন নোবেল। পাশাপাশি জনসাধারণকে উৎসাহিত করবেন জীবাণুমুক্ত জীবনযাপনে।

প্রসঙ্গত, ১৯৯১ সালে হঠাৎ করেই মডেলিংয়ে আসা নোবেলের। এরপর তিনি মডেলিং-এ হয়ে উঠেছেন রোল মডেল। বর্তমানে নোবেল একটি মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার হিসেবে নিযুক্ত আছেন।

এলএ/পিআর