ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আজ পূর্বা

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ০৩ নভেম্বর ২০১৫

আরটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পূর্বা’। মাসুম শাহরীয়ারের রচনা ও ফয়সাল রাজিবের পরিচালনায় নাটকটি প্রচার হচ্ছে প্রতি সোম ও মঙ্গলবার বিকেল ৬ টা ৫ মিনিটে।

নাটকের গল্পে দেখা যাবে, ১২ বছর আগে দুই হৃদয়ের মাঝে চমৎকার প্রেমের এক পরিণয় ঘটেছিলো। বন্ধুদের কাছে ঘটনাটি এখনো মাঝেমাঝে মুখরোচক। তারা বলে বেড়ান ভালোবাসলে এইভাবে ভালোবাসা উচিত। বারো বছরে অনেক কিছু বদলেছে। ঢাকা শহরে যানযট বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, ভালোবাসার মানুষ বেড়েছে, কমেছে সম্পর্কের স্থায়িত্ব।

মানসিক অসুখ বেড়েছে, ব্যাক্তিত্বের দ্বন্দ বেড়েছে কমেছে বিশ্বাস। বেড়েছে সন্দেহ, দ্বিধা, অভিযোগ, অনুযোগ। কমেছে নির্মল রস। নতুন ফ্যাশন, নতুন কমিউনিকেশনের জীবনে যোগ হয়েছে নতুন মাত্রা।

বারো বছর আগের চমৎকার প্রেমের সম্পর্কটি এখনো টিকে আছে। তবে সেখানে নানা মন্দের বাস।

পাভেল এবং রুপা দুজনেই ব্যস্ত মানুষ। একসঙ্গে বসবাস করেও দুজনের তৈরি হয়েছে আলাদা জগত। দুজনেরই বেড়েছে অহঙ্কার, বেড়েছে অভিমান, নিজস্ব যুক্তিতে নিজস্ব ধারনায় দুজনেই প্রায় অনড়। আমাদের ভয় হয় দশ বছর বয়সের ছোট্ট পূর্বাকে নিয়ে। পূর্বা পাভেল এবং রুপার একমাত্র সন্তান। কি অপেক্ষা করছে তার সামনের সময়ে?

ঢাকা শহরের একটি দু’তলা বাড়ির একটি অংশে ভাড়া থাকে ওরা। বাড়িঅলার দুই ছেলে দেশের বাইরে থাকে। ছোট মেয়েটা ভার্সিটিতে ঢুকেছে কেবল। নাবিলা নামের এই মেয়েটার সঙ্গে পূর্বার সখ্যতা বেশ। কখনো দুজন অসম বয়েসী বন্ধুই মনে হয় ওদের। কিন্তু নাবিলা নামের এই মেয়েটাও কি পাভেল এবং রুপার দুরত্বের কারণ হয়ে দাঁড়ায়?
কাহিনীর মোড় নেয় অন্যদিকে।

নাটকটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রিচি সোলায়মান, মনির খান শিমুল, তানিয়া হোসেন, অপর্ণা, ফারজানা ছবি, রহমত আলী, ওয়াহিদা মল্লি­ক জলি, জিয়াউল হাসান কিসলু, সাবিহা জামান, তানিয়া আমিন, সুমনা এবং পূর্বা চরিত্রে শিশু শিল্পী ইশা।

এলএ/এমএস