ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাদেক বাচ্চু, বসছে বিশেষ মেডিকেল বোর্ড

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু অসুস্থ। সম্প্রতি তিনি জ্বরে আক্রান্ত হন। পরে তার শ্বাসকষ্ট দেখা দিলে গেল ৬ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) জানা যায় এ অভিনেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শ্বাসকষ্ট আরও বেড়েছে।

সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। তাই তাকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে বর্তমানে হাসপাতালটির কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন এই অভিনেতা। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ আজ রোববার সকালে জানিয়েছে, বরেণ্য অভিনেতা সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছে। তার চিকিৎসার ব্যাপারে আজ দুপুরের দিকে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড বসবে।

এদিকে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদেক বাচ্চুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাদেক বাচ্চু বাংলা চলচ্চিত্রের অন্যতম খল-অভিনেতা। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৭৭-৭৮ সালে বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। বিটিভিতে তার অভিনীত প্রথম নাটক ‘প্রথম অঙ্গীকার’। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রামের সুমতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন সাদেক বাচ্চু। এরপর প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

২০১৮ সালে ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন সাদেক বাচ্চু।

বিজ্ঞাপন

অভিনয় জীবনের বাইরে তিনি বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। একজন লেখক হিসেবেও
নানা বিষয় নিয়ে লেখালেখি করেন তিনি।

এলএ/এমএস

আরও পড়ুন

বিজ্ঞাপন