ময়মনসিংহ গীতিকার চন্দ্রাবতী নওশাবা
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রবাতী। তার অমর সৃষ্টি ময়মনসিংহ গীতিকা সমৃদ্ধ করেছে বাঙালির লোকজ শিল্প ও সংস্কৃতিকে। এবার এই কবির সৃষ্টি আসছে সেলুলয়েডের ফিতায়। সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে ‘চন্দ্রাবতী কথা’ নামে চলচ্চিত্র। আর এতে প্রধান ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নওশাবা আহমেদকে।
নওশাবা জানান, মাটি ও মানুষের গল্প এবং বাঙালির শিকড়ের গন্ধ বরাবরই ভালো লাগে তার। এবার তেমনই গল্পের চরিত্রে কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। তাকে ছবির চরিত্রে বাছাই করার জন্য এর নির্মাতা এন রাশেদ চৌধুরীকে ধন্যবাদ জানান এই অভিনেত্রী।
এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নওশাবা জাগো নিউজকে বলেন, ‘চন্দ্রাবতী কথা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য কিছুটা প্রস্তুতি প্রয়োজন ছিল। অডিশন দিয়ে সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। চন্দ্রাবতীর কথা হবে সরকারি অনুদানে করা আমার প্রথম ছবি। আমি খুব আশাবাদী। আশা করছি লোকজ আবহে নিজেকে নতুন করে উপস্থাপন করতে পারব। যা মন ছুঁয়ে যাবে সবার।’
তিনি আরো বলেন, চলতি বছরে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন লোকেশনে এ ছবির চিত্রায়ন হবে।
এদিকে নির্মাতা এন রাশেদ চৌধুরী জানালেন, যতদ্রুত সম্ভব ছবিটির কাজ শুরু করবো। এখন এর বেশি কিছু জানাতে চাচ্ছি না।
এদিকে সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন নওশাবা। মুক্তির অপেক্ষায় আছে ওয়াহিদ তারেক ‘আলগা নোঙর’ চলচ্চিত্রটি। এ ছাড়া, ‘প্রতিরুদ্ধ’ ছবিরও শুটিং চলছে। ছবিগুলো নিয়ে বড় পর্দার সাফল্যে বেশ আশাবাদী নওশাবা।
এলএ