ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আলিয়ঁস ফ্রঁসেজে চলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১২:১৩ পিএম, ০১ নভেম্বর ২০১৫

রাজধানী ঢাকায় অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় দুই দিনব্যাপি একটি চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি এবং রেনোয়া ফিল্ম ক্লাবের যৌথ আয়োজনে ছবিগুলো দেখানো হবে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার অডিটোরিয়ামে।

জানা গেছে, সোমবার, ২ নভেম্বর বিকেল ৪টায় অ্যামিলি চলচ্চিত্রের মাধ্যমে প্রদর্শনীটির শুরু হবে। এখানে তিনটি ছবি প্রদর্শনী হবে।

অ্যাম্যিলি
অ্যামিলি হলো এমন একটি অল্পবয়সী মেয়ের কল্পনাপ্রসূত হাস্যরসাত্মক কাহিনী যে নিজে কেবল একটা জগত তৈরি করে তার আশপাশের বসবাসকারী মানুষকে নিয়ে।

মিড নাইট ইন প্যারিস
গিল পেন্ডার, একজন চিত্রনাট্যকার এবং উচ্চাকাক্ষী ঔপন্যাসিক। প্যারিসে তার বাগদত্তার সাথে যান ছুটি কাটাতে। প্যারিস শহরে একাকী ভ্রমণ করতেই বেশি পছন্দ করতেন তিনি। এমনই এক রাতে ভ্রমণের সময় তার সাথে সাক্ষাত হয় কিছু অচেনা কিন্তু পরিচিত মানুষের। যাদের সাথে পুরো রাত অতিবাহিত করেন প্রাচীন শিল্প ও সভ্যতাকে সাথে নিয়ে। যতই না তিনি এই অতীতের সময়ের বিখ্যাত সব সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে সময় কাটাতে লাগলেন, ততই তিনি তার বর্তমান সময় নিয়ে অসন্তুষ্ট হতে থাকেন।

প্যারিস জোঁ তেম
প্যারিসের ১৮ টা সংক্ষিপ্ত বর্ণনার সংগ্রহ। বিভিন্ন দেশের বেশ কয়েক জন বিখ্যাত পরিচালকের পরিচালনায় ১৮টি ছোট গল্পে প্যারিস শহরের রোমানটিসিজম ফুটে উঠেছে।

এলএ/আরআইপি