এইডস সচেতনতায় অনন্ত জলিল
রুপালি পর্দায় তিনি বরাবরই চমক নিয়ে হাজির হন। পর্দার বাইরে বাস্তব জীবনেও তিনি সবসময় অসহায়ের সহায় হন। বলছি চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিলের কথা। এবার তিনি কথা বললেন মরনঘাতি এইডস’র বিরুদ্ধে।
সম্প্রতি একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২তম আন্তর্জাতিক এইডস (আইক্যাপ) সম্মেলনের গুডইউল অ্যাম্বাসেডর হলেন অনন্ত জলিল।
জানা গেছে, আগামী ২০ নভেম্বর চার দিনব্যাপি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২তম আন্তর্জাতিক এইডস (আইক্যাপ) সম্মেলন। এতে প্রায় ৩ হাজার বিদেশি নীতি নির্ধারক, এইডস বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক, উন্নয়ন কর্মী, এইডস আক্রান্ত রোগী, আন্তর্জাতিক এনজিও এবং জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা সমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।
মূলত এইডস’র চিকিৎসা, এইডস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, এইডস আক্রান্ত রোগীদের প্রতি সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এইডস প্রতিরোধে আরও সময়োপযোগী নিরন্তর গবেষণা চালানো এবং এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চল থেকে চিরতরে এইডস নির্মূল করাই এই আন্তর্জাতিক সম্মেলনের অন্যতম লক্ষ্য।
এদিকে অনন্ত জলিলের আপকামিং চলচ্চিত্র ‘দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক’ ছবির জন্য নতুন মুখের সন্ধানে দেশব্যাপি ট্যালেন্ট হান্ট কার্যক্রম চলছে। এই কার্যক্রমের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর সিলেট থেকে।
এলএ/আরআইপি