ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

করোনার কারণে অনলাইনেই দেয়া হবে অ্যামি অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৮ আগস্ট ২০২০

টেলিভিশন ইন্ড্রাস্ট্রির অন্যতম বড় অ্যাওয়ার্ড বলে খ্যাত অ্যামি অ্যাওয়ার্ড। করোনাকালীন সময় বিবেচনা করে এ অ্যাওয়ার্ডের ৭২তম আসরটি অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘২০২০ ক্রিয়েটিভ আর্টস অ্যামি অ্যাওয়ার্ড’ শিরোনামে দেয়া হবে এবার টিভির শিল্পীদের পুরস্কার।

সাংবাদিকরা যেন ঘরে বসেই লাইভ কাভার করতে পারে শো, সেই ব্যবস্থাও থাকবে। সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে আয়োজকরা।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে লস এঞ্জেলসের ডাউনটাউনে শুরু হতে যাওয়া পাঁচ রাতের আয়োজনে বিগত বছরগুলোর মতোই থাকছে প্রেস রুম। পুরস্কার জয়ের পর বিজয়ীরা সেই রুমে যাবেন। পরে সাংবাদিকগণ তাদের নিজগৃহে বসেই লাইভ কনফারেন্সের মাধ্যমে তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন।

তবে বিশেষভাবে জানানো হয়েছে, এবারের আয়োজনে থাকছে না কোনো রেড কার্পেট সংবর্ধনার ব্যবস্থা।

এ বছরের অ্যামি উপস্থাপনা করবেন ৩৩ বছর বয়সী অভিনেত্রী নিকোল বাইর। সম্প্রতি নেটফ্লিক্স পাঁচটি শোতে উপস্থাপনা করতে দেখা গিয়েছে তাকে। বেশ জনপ্রিয়তা পেয়েছে সেই শোগুলো। দেখা যাক বিশাল আয়োজন ও সম্মানের অ্যামি অ্যাওয়ার্ডটিতে নিজেকে কতোটা মেলে ধরতে পারেন নিকোল বাইর।

এলএ/এমএস

আরও পড়ুন