ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিল্পকলায় আজ উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান

প্রকাশিত: ০৯:২৭ এএম, ৩১ অক্টোবর ২০১৫

মানব জীবনের সঙ্গে সংগীত ওতপ্রোতভাবে জড়িত। মানুষের মানসিক বৃত্তি বিকাশে সংগীতের ভূমিকা অপরিসীম। সেই ভাবনা থেকেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।

সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর আ ব ম নূরুল আনোয়ার।

আলোচনা শেষে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করবেন কন্ঠশিল্পী রাজেশ সাহা ও সুপ্রিয়া দাশ, যন্ত্রশিল্পী শাহনাজ জামান ও নিশিথ দে, নৃত্যশিল্পী বেনজীন সালাম ও লুবনা চৌধুরী।

এলএ/আরআইপি