১০০ পর্বের পথে তোলপাড়
দীর্ঘ ধারাবাহিক নাটক ‘তোলপাড়’। দর্শক প্রিয়তায় এটি ১০০ পর্বের পথে হেঁটে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তোলপাড়’র গল্পেও ভিন্নতা এসেছে। জয়নালের স্ত্রী রোখসানা সংসার চালাতে একটি লেডিস হোস্টেল চালু করার পর একে একে বিভিন্ন ধরণের মেয়েরা আসতে থাকে সেখানে।
বিভিন্ন শহরের মেয়েরা বিভিন্ন ভাষা আর বিচিত্র সব আচরণে মুখরিত করে রাখে রোখসানার হোস্টেল। এই মেয়েদের মধ্যে কেউ টিউশনি করে, কেউ ইন্সুরেন্সে চাকরি করে, কেউ কর্পোরেট অফিসে কেউবা অনলাইন মার্কেটিংয়ে যুক্ত। আবার এদের মধ্যেই কেউ ছিনতাইকারি চক্রের সঙ্গেও জড়িত।
এলাকার যুবকশ্রেণি আড্ডা জমায় হোস্টেলের আশে পাশে। এরা ছাড়াও এলাকার ডিসওয়ালা, ইন্টারনেট সার্ভিস, লন্ড্রিওয়ালা, পাতি মাস্তান; সবাই নিয়মিত এই বাড়িতে যোগাযোগ করতে শুরু করে। হোস্টেলের মেয়েগুলোও বিভিন্নভাবে এদের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে থাকে।
সুন্দরী মেয়েদের মন জয় করতে নানান রকম ফন্দি আটে কেউ কেউ। ছোটখাটো বিষয় নিয়েই তোলপাড় করে ফেলে এলাকা।
এমনই গল্পে মো. মোজাফফর হোসেন দিপু’র নির্বাহী প্রযোজনায় প্রচেষ্টা অ্যাড মিডিয়া প্রযোজিত ধারাবাহিক নাটক ‘তোলপাড়’ প্রচার হচ্ছে আরটিভিতে। জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও মুসাফির রনির পরিচালনায় ‘তোলপাড়’ নাটকটি দেখা যাচ্ছে প্রতি শুক্র থেকে সোমবার রাত ১০টায়।
‘তোলপাড়’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডা. এজাজ, শামীমা নাজনীন, ফারুক আহমেদ, সাজু খাদেম, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, শারমীন জোহা শশী, নিলয় আলমগীর, রাশেদ মামুন অপু, ফারজানা ছবি, নাবিলা ইসলাম, নুশরাত জাহান পাপিয়া, ইমু শিকদার, রাইজা রশিদ, নুর এ আলম নয়ন, মিলন ভট্টাচার্য্য, দুখু সুমন, অনুভব মাহাবুব, মাসুদ আহমেদ, শাওন আহমেদ প্রমুখ।
এলএ/পিআর