গানের তারকার সন্ধানে ফ্যান্টা টিন পপ ব্যান্ড
আনন্দ ও মজা থাকুক সবার মাঝে- তারুণ্যদীপ্ত এই র্বাতা নিয়ে তরুণ প্রতিভা সন্ধান করতে জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড ফ্যান্টা হাজির হচ্ছে ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ নিয়ে। এখানে বিচারকের দায়িতাব পালন করবেন ফুয়াদ আল মুক্তাদির, এলিটা করিম ও জোহাদ।
গায়কী প্রতিভার পাশাপাশি আনন্দদায়ক ও মজাদার পারর্ফম্যান্সকেও যাচাই করবেন বিচারকগণ। যাচাই-বাছাইয়ের দীর্ঘ পথ পার হয়ে যেসকল টিনএজাররা নির্বাচিত হবে নিবিড় পরির্চযার মাধ্যমে ভবিষ্যতের মিউজিক তারকা হিসেবে গড়ে তোলা হবে তাদেরকে।
‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’- এ অংশ নিতে ইচ্ছুকদের ৩৬৯০ নম্বরে কল করে একটি বিপ আওয়াজ শোনার পর তার নাম, বয়স এবং ঠিকানা বলে তার পছন্দের যেকোনো গান গাইতে হবে। গান শেষ হবার পর হ্যাশ (#) চাপতে হবে। অডিশন সাবমিট করতে চাইলে ১ এবং পুনরায় অডিশন দিতে ২ চাপতে হবে।
এই অডিশন পর্ব থেকেই সেরা ৩০০ জনকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হবে।
দ্বিতীয় ধাপে সেলিব্রিটি বিচারকগণ ৩০০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে সেরা ১০০জনকে খুঁজে বের করবেন।
১০০ জনের প্রত্যেকের আলাদা অডিশন নেয়ার পর ২০ জন ট্যালেন্টেড টিনএজার সুযোগ পাবে ফাইনালে ওঠার। আর এই ২০জন থেকেই বিচারকগণ খুঁজে বের করবেন সেরা ৫ জনকে। তারা হবেন দেশের প্রথম ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’।
নির্বাচিত এই ৫ জনকে যথাযথ গ্রুমিং এবং ট্রেনিংয়ের মাধ্যমে এমনভাবে গড়ে তোলা হবে যেন তারা নিজেরাই একসাথে গান গাইতে এবং কম্পোজ করতে শিখে। ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ ফুয়াদের কম্পোজ করা দু’টি অরিজিনাল গানসহ নিয়ে আসবে একটি মিউজিক ভিডিও। এ মিউজিক ভিডিওর মাধ্যমে ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ পৌঁছে যাবে সব শ্রোতাদের কাছে।
টিনএজারদের মধ্যে থেকে ট্যালেন্ট খুঁজে বের করার এ উদ্যোগ শেষ হবে একটি গালা ইভেন্টের মধ্যে দিয়ে যেখানে উপস্থিত থাকবেন গানের জগতের অনেক স্বনামধন্য ব্যক্তি। এই গালা ইভেন্টে ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ মিউজিক ভিডিওর গান দু’টি সবার সামনে লাইভ পারফর্ম করবে।
মজাদার এ সফর নিয়ে সকলকে জানাতে সাথে থাকবে রেডিও ফুর্তি, জিটিভি এবং ডেইলি স্টার।
এ প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, শাদাব খান বলেন, ‘আত্মবিশ্বাস মানুষকে উদ্বুদ্ধ করে দারুণ কিছু করার। আর দারুণ কিছু করার মধ্যে থাকে বিপুল আনন্দ। ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ শুধুমাত্র প্রতিভা খুঁজে বের করার জন্যই না বরং এই প্রতিভাকে কাজে লাগিয়ে তরুণরা যেন দারুণ কিছু করতে পারে সেটাই আমাদের লক্ষ্য।’
আকর্ষণীয় এই রিয়েলিটি শো বেসরকারি টিভি চ্যানেল জিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
এলএ/আরআইপি