ঈদের আগের রাতে দর্শক মাতাবে ‘জলের গান’
নিজেদের স্বকীয়তার জন্য তুমুল জনপ্রিয়তা পেয়েছে গানের দল ‘জলের গান’। মঞ্চে নতুন নতুন বাদ্যযন্ত্র, গানের ভিন্ন সুর আর কথার জাদুতে দর্শকদের মাতিয়ে রাখে তারা। তাই জলের গানের গান শুনতে মুখিয়ে থাকেন দর্শক-শ্রোতারা।
নতুন খবর হলো আগামী ১ আগস্ট ঈদুল আজহা। আর ঈদের আগের রাতেই দেশবাসীকে গান শোনাতে আসছে দলটি। ৩১ জুলাই রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভিতে সরাসরি গান শুনাতে আসছে ‘জলের গান’।
জানা গেছে, অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে শিল্পীরা আড্ডা দেবেন দর্শকদের সঙ্গে। শোনাবেন সবার পছন্দের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সাইফুর রহমান সুজন ও মাসুদ মিয়া।
‘অতল জলের গান’, ‘পাতালপুরের গান’ ও ‘নয়ন জলের গান’ শুনেছেন অনেকেই। গানের দল জলের গানের এই তিনটি অ্যালবামের বেশিরভাগ গানই মুখস্ত ভক্তদের। কোনো মঞ্চে গান ধরলে দর্শকেরা প্রায় পুরো গানই গেয়ে ফেলেন শিল্পীদের সঙ্গে।
করোনায় মুক্ত মঞ্চে অনেক দিন গান গায়নি ‘জলের গান’। এই করোনাকালেই এবার টেলিভিশন চ্যানেলে গান শোনাতে আসছে তারা।
এমএবি/এলএ/এমকেএইচ