ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জয়ার সুখের সংসারে মর্মান্তিক দুর্ঘটনা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২১ জুলাই ২০২০

বাংলাদেশ ও কলকাতা দুই বাংলাতে এই সময়ের চলচ্চিত্রের ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান। একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ততা তার। এক সময় ছোট পর্দার প্রিয় মুখ ছিলেন তিনি। চলচ্চিত্রে ব্যস্ততা বেড়ে যাওয়ায় নাটক-টেলিছবিতে এখন আর তেমন দেখা মেলে না।

জয়ার ভক্তদের জন্য সুখবর হলো অনেকদিন পরে এবার ঈদে একটি নাটকে দেখা মিলবে তার। নাটকটির নাম ‘স্বপ্ন ভঙ্গ’। প্রয়াত আসফাকের রচনা ও পরিচালায় নির্মিত হয়েছে নাটকটি।

এ নাটকের গল্পে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র সাহেদ ও অনি শুরু করে তাদের নতুন সংসার। সুখের এই জীবনে হঠাৎ ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। এরপর জীবনে ঘটতে থাকে নানা রকম ভৌতিক ঘটনা। তারা মুখোমুখি হয় দারোয়ান, কেয়ারটেকার ও বন্ধুদের অসামঞ্জস্য আচরণের। এই ভৌতিক ঘটনার ভেতর দিয়েই এগুতে থাকে নাটকের গল্প।

শেষ দৃশ্যে স্বপ্ন ভঙ্গ গল্পের সাহেদ ও অনি জানতে পারে পুর্বে ঘটে যাওয়া দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এভাবেই ঘটে স্বপ্ন ভঙ্গ নাটকের সমাপ্তি।

জানা গেছে, ঈদের সপ্তম দিন রাত ৯টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

এমএবি/এলএ/পিআর

আরও পড়ুন