আজ মিষ্টি মেয়ে কবরীর জন্মদিন
ঢাকাই ছবির মিষ্টি মেয়েখ্যাত কবরী সারোয়ার। চলচ্চিত্রে এখন নিয়মিত নন তিনি। আজকাল বেশি পাওয়া যায় রাজনীতির মাঠেই। ষাটের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। তিনি একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী। আজ মঙ্গলবার (১৯ জুলাই) এই চলচ্চিত্র ব্যক্তিত্বের জন্মদিন।
জানা গেছে, রাত ১২টা বাজতে না বাজতেই মোবাইলে এসএমএস আসতে শুরু করে। সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন কবরীকে। এবার করোনার কারণে একেবারেই ঘরোয়াভাবে জন্মদিন পালন করছেন এই নায়িকা।’
১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বাঁশখালীতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী কবরী সারোয়ার। তার আসল নাম মিনা পাল। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর।
১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু সাহারা বেগম কবরীর। এরপর অভিনয় করেছেন ‘হীরামন’, ‘ময়নামতি’, ‘চোরাবালি’, ‘সারেং বৌ’, ‘পারুলের সংসার’, ‘বিনিময়’, ‘আগন্তুক’ সহ জহির রায়হানের তৈরি উর্দু সিনেমা ‘বাহানা’ এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ সহ অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এমএবি/এলএ/পিআর