ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হুমায়ূন আহমেদের মৃত্যুবাষির্কীতে নয় নম্বর বিপদ সংকেত

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৮ জুলাই ২০২০

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল (১৯ জুলাই)। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানেন জনপ্রিয় এই কথাশিল্পী। মৃত্যুর পর তাকে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে তার নিজ হাতে গড়া স্বপ্নের নুহাশপল্লীতে সমাহিত করা হয়।

প্রতি বছরই নানা আয়োজনে পালিত হয় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। করোনার কারণে এবার স্বল্প পরিসরে পালিত হবে দিনটি। তবে এই দিনে চ্যানেল আই দিনব্যপী আয়োজন রাখছে তাদের পর্দায়।

মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে চ্যানেলটি প্রচার করবে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের আলোচিত চলচ্চিত্র ‘নয় নাম্বর বিপদ সংকেত’ চলচ্চিত্রটি। ১৯ জুলাই বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আই প্রচার করবে সিনেমাটি।

এ সিনেমায় অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, চ্যালেঞ্জার, তানিয়া আহমেদ, দিতি, স্বাধীন খসরু, শবনম পারভীন, চৈতী, মাজনুন মিজান, রূপক, ফারুক আহমেদ প্রমুখ।

হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যু বার্ষিকীতে চ্যানেল আই সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। এর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৭টায় সরাসরি গান। এ অনুষ্ঠানে অংশ নিবেন সেরাকণ্ঠ মীর, ক্ষুদেগানরাজ স্বর্ণা ও বাংলা গানের শিল্পী শারমীন।

অনুষ্ঠানটির পরিচালক মোস্তাফিজুর রহমান নান্টু জানিয়েছেন শিল্পীরা হুমায়ূন আহমেদের নির্বাচিত গান পরিবেশন করবেন। এছাড়া দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রচার হবে তারকাকথন সরাসরি। পরিচালনা করবেন অনন্যা রুমা এবং রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন নির্মিত নাটক ‘মায়াবতী’।

১৯৭২ সালে হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশ পায়। তখন তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ১৯৭৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস ‘শংখনীল কারাগার’। এই দু’টি বই প্রকাশের পর হুমায়ূন আহমেদ একজন শক্তিশালী কথাশিল্পী হিসেবে পাঠকমহলে সমাদৃত হন। সেই থেকে জীবিতকালে তার দুই শতাধিক বই প্রকাশিত হয়।

দীর্ঘ প্রায় পাঁচ দশক তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তার লেখায় বাঙালি সমাজ ও জীবনধারার গল্পমালা ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে। গল্প বলায় ভাষার ব্যবহারে নিজস্ব একটা কৌশল এবং বর্ণনায় লোকজধারাকে প্রাধান্য দেন। বাস্তবতা থেকেই উঠে এসেছে তার প্রতিটি সৃষ্টিকর্ম। বাংলা সাহিত্যের কল্পবিজ্ঞান সাহিত্যে তাকে পথিকৃৎ হিসেবে মূল্যায়ন করেন সমোলোচকরা। মুক্তিযুদ্ধ নিয়ে তার লেখা বেশ কয়েকটি উপন্যাস, কয়েকটি নাটক, চলচ্চিত্র কালজয়ী কর্ম হিসেবে বিবেচিত।

এমএবি/এলএ/এমএস

আরও পড়ুন