করোনায় আক্রান্ত চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল
করোনাভাইরাসে বিধ্বস্ত সারা পৃথিবী৷ এর প্রকোপ অনেকটা কমে এলেও এখনো রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে কোভিড ১৯ ভাইরাসে।
বাংলাদেশেও এর মন্দ প্রভাব চলছে। এখানে আক্রান্ত হয়েছেন শোবিজের অনেকেই। আজ জানা গেল, নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় এখন আইসোলেশনে রয়েছেন। আগের চেয়ে এখন অনেকটা ভালো আছেন তিনি।
উজ্জ্বল গণমাধ্যমে বলেন, 'শুরুতে আমার নিউমোনিয়া ধরা পড়ে। তার চারদিন পর চিকিৎসকদের পরামর্শে আইসিডিডিআরবি-তে কোভিড-১৯ পরীক্ষা করাই। পরদিন জানতে পারি করোনা রিপোর্ট পজিটিভ। পরে একদিন হাসপাতালে ভর্তি ছিলাম। এরপর থেকে বাসায় পুরোপুরি আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে চলছি। এখন অনেকটা সুস্থ।'
আগামীকাল ১৬ জুলাই আবারো কোভিড-১৯ পরীক্ষা করাবেন এই নির্মাতা, জানালেন তিনি।
জানা গেছে, উজ্জ্বলের বাসার অন্য সদস্যরা সুস্থ রয়েছেন।
আরও এক অনুপ্রেরণার গল্প জানালেন উজ্জ্বল। তিনি বলেন, 'করোনা নিয়ে সবাই প্যানিকড। ভয়ে আর আতঙ্কে সবাই অস্থির হয়ে আছে। আমার মনে হয়েছে এতটা প্যানিকড হওয়ার কিছু নেই। কারণ আমার আগে ফুসফুসে সমস্যা ছিল। ওখানে একটা সার্জারিও আছে। এর মধ্যে নিউমোনিয়া ও কোভিড-১৯ পজিটিভ হলো। এ পরিস্থিতিতেও তো লড়াই করতে পারলাম। সুস্থও হয়ে উঠছি। আসলে সবকিছু ঠিকঠাকমতো মেইনটেইন করতে হয়। আর মনটাকেও শক্ত রাখতে হয় এই অসুখে।'
প্রসঙ্গত, ছোট পর্দার নির্মাণেই মূলত জনপ্রিয় মাসুদ হাসান উজ্জ্বল। তার প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তির অপেক্ষায় রয়েছে। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। ট্রেইলার, গান মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়িয়েছে চলচ্চিত্রটি।
এলএ/পিআর