ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শাকিব খান যেমন ভালো অভিনেতা তেমনি ভালো মানুষ : কাবিলা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৯ জুলাই ২০২০

ছিলেন ফুটবলার। বিভিন্ন ক্লাবের হয়ে আশি দশকে প্রথম বিভাগে ফুটবল খেলেছেন। ফুটবল থেকে হঠাৎ চলচ্চিত্রে পা রাখেন। নজরুল থেকে তার নাম দেয়া হয় কাবিলা। ১৯৮৮ সালে ‘যন্ত্রণা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। প্রথমদিকে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীকালে কৌতুক অভিনেতা হিসেবে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেন। প্রায় এক হাজারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। হঠাৎ করেই তিনি যেন উধাও হয়ে গেলেন। নেই কোনো খবরে। কেমন আছেন কাবিলা, খোঁজ নিয়ে জানাচ্ছেন অরণ্য শোয়েব-

সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে কাবিলার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষা খুব জনপ্রিয়তা পায়। পর্দায় তার চালচলন, পোশাক, অভিনয় দেখে দর্শক হাসিতে লুটিয়ে পড়েন। নির্মাতাদের কাছে তিনি হয়ে উঠেন অনিবার্য এক অভিনেতা। বেশ ভালোই চলছিলো সবকিছু।

২০১৪ সালে হঠাৎ করেই তিনি তার কণ্ঠনালীতে ভয়াবহ অসুখ দেখা দেয়। দুই বছর আগে গলায় অস্ত্রোপচারও করা হয়েছে। কিছুটা সুস্থ হলেও তার স্বভাবসুলভ স্বরে কথা বলতে পারেন না কাবিলা। তাই সিনেমায় আগের মতো কাজ করেন না। বেছে বেছে পছন্দ হলে টুকটাক অভিনয় করার চেষ্টা করেন। সেক্ষেত্রে তার সংলাপ ডাবিং করা হয়।

করোনায় ঘরবন্দী হয়ে সময় কেটেছে তার। কখনো ঢাকায়, কখনো বরিশালে। তিনি জানান, গ্রামে তার একটি বাগান বাড়ি রয়েছে। সেখানে শুটিং স্পট করার চিন্তা করছেন। এটিকে ঘিরেই এখন সময় কাটছে তার। তবে জরুরি কাজে এসেছেন ঢাকায়। সব গুছিয়ে আবার ফিরে যাবেন সবুজ-শ্যামল প্রিয় গ্রামে।

শুটিংয়ে ফিরবেন না? জানতে চাইলে কাবিলা বলেন, ‘সময়টা তো খারাপ। দুই একটি ছবির শুটিং আটকে আছে করোনার জন্য। যদি পরিচালক নিরাপত্তা দিয়ে ডাকে এবং অন্যরা আসে তবে আমিও যাবো। কাজ তো করতে হবেই।’

কাবিলা জানান, সর্বশেষ শুটিং করেছিলেন তিনি দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির জন্য। এরপর কিছু নতুন সিনেমার ব্যাপারে কথা হলেও এখন করোনার জন্য নতুন কিছু আর যোগ হয়নি।

কাবিলাকে নিয়ে সিনেমাপ্রেমীদের অনেক আগ্রহ। তিনি এখন আর আগের মতো নিয়মিত নন কেন? ‘কাজই তো কমে গেছে। অনেকে মনে করে অসুস্থতার জন্য আমি কাজ করি না। এটা খুব একটা ঠিক না। আসল কথা হলো এখন কাজই কম। সিনেমা কই? আর যেসব হয় সেগুলোতে নায়ক-নায়িকা ছাড়া আছে কী! তাই পুরো দায় আমার একার নয়। ইন্ডাস্ট্রির সিস্টেমেরও আছে’- জবাব দেন কাবিলা।

দীর্ঘদিন ধরেই কাজ করছেন কাবিলা। এ পথচলায় কোনো নায়ক বা নায়িকার সঙ্গে কাজ করতে গিয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে কী না জানতে চাইলে এই মজার মানুষটি বলেন, ‘না ভাই, আমার সঙ্গে সবাই মজা করেছে। আমিও চেষ্টা করেছি সবার সঙ্গে মিলেমিশে থাকতে।’

আপনার চোখে সেরা নায়ক নায়িকা কে এই মুহূর্তে? হাসি দিয়ে কাবিলার উত্তর, ‘এই মুহূর্তে তো কোনো নায়ক নায়িকাই নেই। সিনেমাই তো চলে না। সেরা বলার সুযোগ কই।’ তিনি আরও বলেন, ‘তবে হ্যাঁ, আমি শাকিব খানের কথাই বলবো এখনো। সে রাজত্ব করছে। তার সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি। আমার কাছে মনে হয় শাকিব খান যেমন ভালো অভিনেতা তেমনি একজন ভালো মানুষ।’

করোনায় অনেকগুলো দিন সবাই ঘরবন্দী হয়ে আছে। সিনেমার শিল্পীরাও কাজকর্মহীন হয়ে ঘরে বন্দী। এই সময়টাতে সিনেমার মানুষ বা চলচ্চিত্র শিল্পী সমিতিকে কিছু চমৎকার উদ্যোগ নিতে দেখা গেছে। তবে কাবিলার সঙ্গে তেমন করে কেউ যোগাযোগ করেনি বলে জানান তিনি। কাবিলা বলেন, ‘শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান খোঁজ নিয়েছিলো একবার। সে সবারই খোঁজ খবর রাখে। এছাড়া আর কেউ খোঁজ করেনি। এ নিয়ে আমার মাথা ব্যথাও নেই। আমি খুশি হয়েছি শিল্পী সমিতি অনেক অসহায় শিল্পীদের পাশে দাঁড়িয়েছে দেখে। অনেকে ব্যক্তিগতভাবেও দরিদ্র শিল্পীদের পাশে ছিলেন। এটাই তো হওয়া উচিত।’

এলএ/পিআর

আরও পড়ুন