ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কবিকণ্ঠে কবিতা ও গান

প্রকাশিত: ০৯:৫২ এএম, ২৪ অক্টোবর ২০১৫

প্রিয় কবিরা পাঠ করে শুনাবেন কবিতা- সাধারণত এমন সুযোগ ভক্তদের বেলায় খুব কমই মিলে! তেমনই একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামীকাল ২৫ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। এখানে দেশবরেণ্য কবিরা করবেন কবিতা পাঠ। সাথে থাকবে সংগীত শিল্পীদের গান পরিবেশনাও।

অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করবেন শিল্পী সেমন্তী মঞ্জরী ও সৈয়দ আশিকুর রহমান আশিক এবং কবিতা পাঠ করবেন কবি রফিকুল হক, হাবীবুল্লাহ সিরাজী, কামাল চৌধুরী, ফারুক মাহমুদ, মনজুরুর রহমান, সোহরাব হাসান, হালিম আজাদ, মিনার মনসুর, নাহার ফরিদ খান, মাসুদ পথিক ও সাদিয়া স্বাতী।

অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন আবৃত্তি শিল্পী ফয়জুল আলম পাপ্পু।

এলএ/পিআর