ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভীতু থেকে বীরত্বে তৌকির আহমেদ

প্রকাশিত: ১২:৩২ পিএম, ২০ অক্টোবর ২০১৫

ক্যারিয়ারে বৈচিত্রময় চরিত্রে কাজ করেছেন দর্শকপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ। এবার তিনি অভিনয় করলেন একজন ভীতু মানুষের চরিত্রে। সবসময় ভয়ে আতংকিত হয়ে থাকেন তিনি। কিন্তু এই ভীতু তৌকিরই একসময় হয়ে উঠবেন দারুণ সাহসী যুবক।

‘একজন ভীতু মানুষ’ নামের নাটকে তৌকির আহমেদের চরিত্রের নাম হামিদুর রহমান। মাসুম শাহরীয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফয়সাল রাজিব। গেল ১৭ ও ১৮ অক্টোবর উত্তরার দিয়াবাড়িতে নাটকটির দৃশ্যধারণ হয়। এতে তৌকির ছাড়া আরো অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, কাজী উজ্জ্বল, জেবা আনিকা, জারা, মুকুল শিরাজ।

নির্মাতা জানালেন, নাটকের গল্পে দেখা যাবে- এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে একটা খুনের ঘটনার মুখোমুখি হন হামিদুর। খুন হওয়া ছেলেটা তার পাড়ারই। যে খুন করেছে তাকেও হামিদুর চেনে। কিন্তু পুলিশকে বলবে সে সাহস তার নেই। সাহসের অভাবে চিত্রাকে ভালবাসার কথাটাও বলতে পারেন না হামিদ। ভীতু হামিদ একদিনের ঘটনায় বদলে যান।

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে হামিদ দেখে ছোট একটা মেয়ে শব্দ করে বই পড়ছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ওপর একটা নিবন্ধ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীরত্বগাথা নিজের ভেতরটাকে আন্দোলিত করে। বাসায় ফেরে ইন্টারনেট ঘেঁটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আরও তথ্য জেনে নেন তিনি এবং ভাবতে থাকে দুই হামিদুরের মাঝে কত পার্থক্য!

এবার বদলে যান তিনি। অফিসের অন্যায়ের প্রতিবাদ করেন। বাড়িওয়ালার মেয়ে চিত্রাকে জানান তার ভালবাসার কথা। থানায় গিয়ে রাস্তায় দেখা খুনের দৃশ্যের বর্ণনা করেন। এরপর জন্মদিনে চিত্রার সঙ্গে রিকশায় করে ঘুরতে বের হয়ে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন হামিদ।

হামিদকে ভর্তি করা হয় হাসপাতালে। সাংবাদিকরা ভিড় করেন। চিত্রা কান্নাজড়িত কণ্ঠে টিভি ক্যামেরার সামনে বলতে থাকেন ভীতু হামিদুর রহমানের সাহসী হয়ে ওঠার গল্প। সবাই কেঁদে উঠে ভীতু হামিদুরের জন্য। এমন গল্পই দেখা যাবে।

ডিসেম্বরে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে।

এলএ