ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কৃষ্ণপক্ষে আছেন তারাও

প্রকাশিত: ০৭:৩২ এএম, ২০ অক্টোবর ২০১৫

একজন আবুল কালাম আজাদ। দীর্ঘদিন দিন ধরেই তার অভিনয়ে মুগ্ধ হয়ে আছে এদেশের দর্শকেরা। আর একজন শোবিজের নতুন কুঁড়ি পূজা চেরি। এরইমধ্যে বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে তার প্রাণবন্ত উপস্থিতি নজড় কেড়ছে সবার।

ভিন্ন প্রজন্মের দুই তারকাকে এবার ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে দেখা যাবে স্বামী-স্ত্রী চরিত্রে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।

ছবিতে দেখা যাবে- স্কুল পড়ুয়া কিশোরী জেবার রূপের নামডাক চারিদিকে। তাই তাকে দেখার কৌতূহল চেপে রাখতে পারলেন না তিনি। সেই কিশোরীকে দেখতে এসে কিছুতেই তাকে হারাতে চাইলেন না। তাছাড়া বাপ মা হারা মেয়েটি দু’কূলে তেমন কেউ নেই। তাই বয়সের অর্ধেক ব্যবধান থাকা সত্বেও সেই কিশোরী জেবাকেই বিয়ে করে ঘরে তুললেন তিনি।

নির্মাতা সূত্রে জানা গেছে, এই দৃশ্যটি ছবির গল্পে ১৫ বছর আগের স্মৃতিচারণ হিসেবে দেখানো হবে। তখন জেবা এক কিশোরী। এখন সে পরিণত নারী।

হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাসে মুহিবের বড় বোন জেবা। এতে জেবা চরিত্রে অভিনয় করছেন তানিয়া আহমেদ। আর তার ছোটোবেলার চরিত্রে আছেন পূজা চেরি।

শাওনের পরিচালনায় প্রথম চলচ্চিত্রের প্রধান দু্ই চরিত্র মুহিব ও অরু। এ দুটি চরিত্রে অভিনয় করছেন রিয়াজ ও মাহিয়া মাহি। আরো বেশ কিছু চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌন, আরফান, মাসুদ আখন্দ, মৌটুসী বিশ্বাসকে।

ছবিটি আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এলএ/পিআর