ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হুমকি পেয়ে জিডি করলেন মতিন রহমান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

দেশবরেণ্য চিত্র নির্মতা মতিন রহমানকে সম্প্রতি ফোন করে চাঁদা চেয়ে খুনের হুমকি দিয়ে আসছিলো বেশ কিছু দুষ্কৃতিকারী। সেই হুমকির মুখে অবশেষে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

জানা গেছে, আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় জীবনের নিরাপত্তা চেয়ে মোহাম্মদপুর থানায় জিডি করেন তিনি। তার অভিযোগ ছিলো একাধিকবার ফোনে প্রাণনাশের হুমকি।

মতিন রহমান এ বিষয়ে গণমাধ্যমে জানান, ঈদের আগে থেকে দুটি অচেনা নম্বর থেকে তার ব্যবহৃত সিটিসেল নম্বরে চাঁদা দাবি করা হচ্ছে। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় চাঁদাবাজরা তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ও প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ আজ সোমবার (১৯ অক্টোবর) সকালেও এমন ঘটনার মুখোমুখি হন মতিন। এর পরিপ্রেক্ষিতে থানায় সাধারণ ডায়রি করেছেন তিনি।  
 
মতিন জানান, কাজল নামে একজন রোববার ০১৬২৯৭২৬১৫৫ নম্বর ও সর্বশেষ সোমবার সকালে ০১৬২৪৪৪৬৩২৫  নম্বর থেকে তার সিটিসেল নম্বরে কল করে তারা মোটা অঙ্কের টাকা চায়। সেটা না দিলে খুনের হুমকি দেয়।

প্রসঙ্গত, ১৯৮২ সালে ‘লাল কাজল’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনায় আসেন মতিন রহমান। তারপর ‘মাটির ফুল’, ‘নারীর মন’, ‘এই মন চায় যে’, ‘তোমাকে চাই’সহ আরও বেশ কিছু ব্যবসাসফল রোমান্টিক ছবির পরিচালনা করেছেন তিনি।

মোহাম্মদপুরের ইকবাল রোডে স্ত্রী-সন্তান নিয়ে মতিন রহমানের বসবাস। বর্তমানে আর চলচ্চিত্র নির্মাণ করছেন না। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেই কাটছে তার দিন।

এলএ