ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার ঈদের আড্ডা ও আনন্দগুলো মিস করবো : পলি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৭ মে ২০২০

নব্বই দশকের শেষ দিকে ঢাকাই চলচ্চিত্রে চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন পলি। ঢালিউডে সমসাময়িক প্রায় সব জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই তালিকায় রয়েছেন মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদীসহ আরও অনেকেই।

কাজ করেছেন শতাধিক সিনেমায়। তবে তিনি বেশ কয়েক বছর ধরেই পর্দায় নেই।সংসার এবং ব্যবসা নিয়ে দিনরাত্রি চলে যাচ্ছে এক সময়ের এই জনপ্রিয় চিত্রনায়িকার।

করোনার প্রভাব এবং লকডাউনের জন্য বাসায় অবস্থান নিয়েছেন পলি।বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। লিখেছেন অরণ্য শোয়েব

জাগোনিউজ : গৃহবন্দি জীবন কাটছে কেমন?
পলি : বোরিং হলেও কিছু করার নেই। আমি লকডাউনের দুই তিনদিন আগে থেকে বাসায় অবস্থান করছি। তবে এরমধ্যে দুই একবার বের হয়েছিলাম ঘরের টুকিটাকি কেনাকাটার জন্য। এছাড়া আর বের হওয়া হয়নি। কোথাও যাওয়া হয়নি। পৃথিবী আবার শান্ত হবে এই অপেক্ষাতেই কাটছে দিন।

পরিবারকে সময় দিচ্ছি। বাচ্চাদের সাথে খেলা করছি। ইউটিউব দেখে নতুন নতুন রান্না করছি। একটা গার্ডেন আছে সেটার পরিচর্যা করছি। আর ব্যায়াম করছি একটু নিজেকে ফিট রাখার জন্য।শুক্রবার বাদে প্রতিদিন ২ ঘন্টা ব্যায়াম করছি। এছাড়াও বই পড়ছি গান শুনছি এবং গান গাইছি (হাসি দিয়ে)। এই তো সময় চলে যাচ্ছে।

জাগো নিউজ : রমজান মাস চলছে। এবারের রমজান কেমন কাটছে?
পলি : ঘরবন্দি রমজান চলছে। অন্যরকম অভিজ্ঞতা। রোজা রাখছি। নামাজ পড়ছি, আল্লাহর ইবাদত করছি। মাফ চাচ্ছি। দেশ ও জনগণের জন্য দোয়া চাচ্ছি।

জাগো নিউজ : এবারের ঈদ কাটাবেন কিভাবে? পরিকল্পনাটা কেমন?
পলি : আমি মনে মনে চিন্তা করেছিলাম আমার শ্বশুরবাড়ি ওয়ারীতে যাবো। সেখানে সবার সাথে দেখা করবো। যদি রাস্তাঘাট বন্ধ থাকে তাহলে তো আর যাওয়া হচ্ছে না। আর কেনাকাটার আলাদা কোনো চিন্তা নেই। শপিং তো আমরা সারাবছরই করি। মিস করবো ঈদ উপলক্ষে আড্ডা ও আনন্দগুলো। অনেক ঘুরাফেরা হতো, সেসব এবার হবে না।

জাগো নিউজ : পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম কাজটি কি করবেন ?
পলি : আমি একটা রেস্টুরেন্ট যাবো খেতে। আমার পছন্দের একটি রেস্টুরেন্ট আছে (হাসি দিয়ে)। খুলনাতে আমার একটা ফার্ম হাউজ আছে ওখানেও ইচ্ছে আছে একটু যাওয়ার।

জাগো নিউজ : করোনা মানবজাতিকে অনেক শিক্ষা দিয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। আপনার উপলব্ধি কী?
পলি : এটা সত্যি যে করোনা মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। টাকা, ধন-দৌলত কিছুরই দাম নেই সেটি বুঝিয়েছে এই মহামারী। মানুষ যে কতটা অসহায় প্রকৃতির কাছে পুরো বিশ্ব আজ তাই উপলব্ধি করছে।

পরাজিত আমরা এই অদৃশ্য শত্রুর কাছে। আমি মনে করি যে প্রকৃতির উপর আমরা অনেক অবিচার করেছি। এটা আসলে প্রকৃতির অভিশাপ। এই মহামারী থেকে যদি মানব জাতি শিক্ষা না নিতে পারে তাহলে কোনোদিনই পারবে না।সামনে তাহলে আরো খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।

জাগো নিউজ : সিনেমায় নেই অনেকদিন। এখন তবে সময় কাটে কী করে? নায়িকা পলি কি এখন শুধুই গৃহিণী?
পলি : না, ঠিক ত নয়৷ আমি ব্যবসায়ীও। সিনেমা করি না তাই অনেকটা সময় আমি এখন পরিবারকে দিতে পারি। পাশাপাশি ধানমন্ডিতে আমার একটা বুটিকস হাউস রয়েছে। এটাতে সময় দেয়া হয়। এছাড়াও পারিবারিক কিছু বিজনেজ আছে, দেখাশুনা করি। সবার

জাগো নিউজ স্পেশাল : শেষ দুটো প্রশ্নের উত্তর চাই -
১/এমন একটা কথা বলুন যেটি কাউকে বলেননি ?
উত্তর : আমি এটা কখনোই কাউকে বলিনি যে সৌরজগতের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে। আমার খুব ইচ্ছে করে সৌরজগত ঘুরে দেখার। আমার ইচ্ছে করে চাঁদে যেতে। আসলে আকাশ, বাতাস, চাঁদ তারা, সূর্য; প্রকৃতি আমি খুব পছন্দ করি।

২/ আলাদিনের যাদুর চেরাগ পেলে কোন একটা ইচ্ছে পূরণ করবেন?
উত্তর: হাহাহাহা এটা সম্ভব? আচ্ছা যদি এই যাদুর প্রদীপ পাই আর সেখান থেকে যদি জীন আসেই তাহলে আমি একটা ইচ্ছের কথা বলব যে 'পৃথিবীর সকল মানুষের মধ্যে মনুষত্ববোধটা মজবুত করে দেয়ার জন্য।

এলএ/এমএবি/এমকেএইচ

আরও পড়ুন