ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মিস আর্থ প্রতিযোগিতায় প্রিয়তির অর্জন

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৯ অক্টোবর ২০১৫

জ্যামাইকার গ্র্যান্ড পেলাডিয়াম রিসোর্টে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতা ‘মিস আর্থ ২০১৬’ এর মুকুট জেতা হলো না বাংলাদেশি বংশোদ্ভূত আয়ারল্যান্ডের সুন্দরী মাকসুদা আক্তার প্রিয়তির। তবে এই আসর থেকে তিনটি পুরস্কার জিতে নিয়েছেন ২০১৪ সালের মিস আয়ারল্যান্ড।

জানা গেছে, ‘মিস আর্থ ২০১৬’ প্রতিযোগিতায় মিস কমপ্যাশনেট, সেরা গাউন ও সেরা ফিটনেস বিভাগের পুরস্কার পেয়েছেন প্রিয়তি।

Prioty

গেল ১৩ অক্টোবর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় ১৮ অক্টোবর। সবাইকে পেছনে ফেলে সেরা পাঁচে জায়গা করে নেন তিনি।

প্রিয়তির জন্ম ঢাকার ফার্মগেটে। প্রায় ১৫ বছর আগে পড়াশুনার জন্য আয়ারল্যান্ডে পাড়ি জমান তিনি। সেখানে প্রিয়তি দেশটির নাগরিকত্ব লাভ করেছেন।

Prioty

পড়াশুনার পাশাপাশি প্রিয়তি শখের বশে মডেলিং শুরু করেন। ২০১৪ সালে নির্বাচিত হন ‘মিস আয়ারল্যান্ড’। পেশায় তিনি বিমান চালনার সঙ্গে যুক্ত। এ ছাড়া আয়ারল্যান্ডের একটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।

এলএ/পিআর