ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আলগা সিদ্দিক শুনতেই বেশি ভালো লাগে : শাহনেওয়াজ রিপন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৩ মে ২০২০

মঞ্চ টিভি অভিনেতা এবং নির্মাতা শাহনেওয়াজ রিপন।যাকে এক কথায় একের ভিতরে তিন বলা যায়। ২০০৭ সাল থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এ অভিনেতা। ভাগ্যে জুটেছে জনপ্রিয়তাও। যার প্রমাণ পারিবারিক নামের চেয়ে চরিত্রের নাম 'আলগা সিদ্দিক' হিসেবে বেশি পরিচিত হয়ে ওঠা। ধারাবাহিক সিক্যুয়েল 'সিকান্দার বক্স' নাটকে এ চরিত্রে জনপ্রিয়তা পান তিনি।

করোনার এই দিনে নেই শুটিং, ব্যস্ততা। অবস্থান করছেন নিজ গৃহে, পরিবারের সঙ্গেই। ব্যস্ততা ও সমসামিয়ক কাজ নিয়ে কথা বলেছেন তিনি জাগো নিউজের সঙ্গে। লিখেছেন অরণ্য শোয়েব

জাগো নিউজ : বর্তমান সময় কাটছে কেমন ?
শা রিপন : এখন বাসায় আছি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। তারা তো আমাকে খুব একটা পায়না কাজে থাকলে। দারুণ সময় কাটছে। আর হাতে কিছু স্ক্রিপ্ট আছে সেগুলো দেখছি। সামনে সব কিছু ঠিক হলেই কাজে নেমে পরবো। আসলে এভাবে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইনি। সারা পৃথিবীর পরিস্থিতি বাধ্য করেছে।

এটা কাম্য ছিল না। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া তিনি যেন সব ঠিক করে দেন।আবারো যেন সুস্থ পরিবেশে সবার সঙ্গে মিলতে পারি।

জাগো নিউজ : সবশেষ ব্যস্ততা ছিল কেমন ?
শা রিপন : বেশ কিছু কাজ করেছি। তারমধ্যে মার্চের দিকে কাজ করলাম। সজল ভাই আর সারিকা ছিল। একটা সিঙ্গেল নাটক৷ আর আগে নেপাল থেকে করে এসেছি ছয়টা নাটক।

জাগো নিউজ : এই মহামারিতে নিম্ম আয়ের মানুষগুলো খুব কঠিন সময় পার করছেন। শোবিজেও অনেকে করুণ দিনাতিপাত করছেন। আপনার এ নিয়ে উপলব্ধিটা কী?
শা রিপন : এটাই কষ্টের। তবে আশার কথা হলো অনেকেই নানাভাবে এদের পাশে দাঁড়াচ্ছেন। আমিও চেষ্টা করেছি। আমি এটা নিয়ে প্রচার করতে চাই না।

কাউকে সাহায্য করলে এটি গোপনেই করা উচিত। প্রায় ৬০০ জন মানুষকে সাহায্য করেছি। উদ্যোগটা আমি নিয়েছি এরপরে অনেক কাছের মানুষ এগিয়ে আসলো।সবাই মিলে চেষ্টা করেছি।

জাগো নিউজ : করোনার কারণে ক্ষতিগ্রস্থ নাটকপাড়া কেমন দেখছেন বিষয়টি ?
শা রিপন : শুধু নাটকপাড়াতেই নয়, সব সেক্টরেরগুলোতেই একই অবস্থা। অনেক ক্ষতি হলো যেটি কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। ইন্ড্রাস্টির জন্য আসলে খারাপ সময় যাচ্ছে এখন। দুটো ঈদকে কেন্দ্র করেই কিন্তু ভালো ভালো বড় কাজগুলো নির্মাণ হয়।বৈশাখ মিস করেছি। ঈদগুলো কেমন হয় কে জানে!

করোনার কারণে সব কিছু আটকে গেলো এখন। সবারই ক্ষতিটা হলো। কিন্তু সবচেয়ে খারাপ অবস্থায় আছেন প্রোডাকশনের লোকেরা, লাইটের ও ট্রলি টানার মানুষজন ক্যামেরার সহকারীরা। এরা ডেইলি পেমেন্টে কাজ করেন। তাদের ইনকামটা বন্ধ এখন। আমাদের চেয়েও তারা খারাপ সময় পার করছেন। আমাদের সম্মিলিত প্রয়াস উচিত, এদের জন্য।

জাগো নিউজ : শোবিজে আপনার শুরুটা জানতে চাই?
শা রিপন : মূলত শখ থেকেই অভিনয় জগতে আমার আসা।তবে ছোটবেলায় স্কুলের যেসব অনুষ্ঠান এবং এলাকায় যা হতো তাতে অংশগ্রহণ করতাম। এরপর ধীরে ধীরে মঞ্চ ও টিভি। এভাবেই পথচলা।

শুরু সেই ২০০৭ সালে। আমি কিন্তু দেশ নাটকের হয়ে মঞ্চে কাজ করি। আর নির্মাণ শুরু করি ২০১৭ সাল থেকে।

জাগো নিউজ : আপনি অভিনয় করেন পাশাপাশি নির্মাতা। একসঙ্গে গুলিয়ে যায় না সব ?
শা রিপন : দুটোকেই ভালোবাসি তাই কষ্ট হলেও করে যাই (হাসি দিয়ে)। দুটোই আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়। দুটোকেই ভালোবাসি।

জাগো নিউজ : আজকাল অভিনয়ে খুব একটা পাওয়া যায় না আপনাকে। কেন ?
শা রিপন : পরিচালনার জন্যই এখন খুব একটা অভিনয় করছি না। তবে ফেস্টিভেলের কাজগুলো করা হয়। কিছু আপন মানুষ আছেন তারা ডাকেন তাই ভালোবেসেই করি। তবে অভিনয়ের চেয়ে পরিচালনা আমি বেশি উপভোগ করি।

জাগো নিউজ : কাজ করতে গিয়ে কোনো তিক্ত অভিজ্ঞতা হয়েছি কি?
শা রিপন : প্রচুর। এটা তো থাকেই কম বেশি। কাজ করতে গেলে ভাল সময় খারাপ সময় থাকেই। আসলে এটাই মজা। এটিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ভালো কাজ দিয়ে এটির উত্তর দেয়া যায়। প্রতিটি মানুষের জীবনে আসা উচিত তাহলে নিজেকে চেনা যায়, অনেক কিছু শেখা যায়।

জাগো নিউজ : আপনি পরিচিত 'আলগা সিদ্দিক' নামে। বিষয়টি কতটুকু এনজয় করেন?
শা রিপন : অনেক এনজয় করি। আসলে সিকান্দার বক্স নাটকটি আমাকে অন্যভাবে সবার কাছে পরিচয় করে দিয়েছে। আমি আসলেই খুব ভাগ্যবান।

জাগো নিউজ : এ নাটকটিই কী আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন?
শা রিপন : হ্যাঁ। সিকান্দার বক্স নাটক আমাকে একদম অন্যস্থানে নিয়ে গিয়েছে। এই নাটকের পর থেকেই আমার কাজ করা বেড়ে যায়। আমি আসলে কৃতজ্ঞ পরিচালক সাগর জাহান ভাইয়ের প্রতি এবং এ নাটকের মূল অভিনেতা মোশারফ করিম ভাইর প্রতি। এ দুজন মানুষ আমাকে সব দিক দিয়েই হেল্প করেছেন কাজের ক্ষেত্রে। এই নাটক বিগ বাজেটের ছিল, বিগ কাস্টের ছিল।

তাদের মধ্যে থেকে আমি নতুন একটা ছেলে বের হতে পেরেছি এটা অনেক বড় ভালো লাগার একটা ব্যাপার।

জাগো নিউজ : এখন পর্যন্ত কয়টা নাটকে অভিনয় করছেন?
শা রিপন : গুনে গুনে বলা মুশকিল। তবে শতাধিক কাজ করা হয়েছে। নাটক ও টেলিছবি মিলিয়ে।

জাগো নিউজ : নির্মাণ করেছেন কয়টা?
শা রিপন : ২৬-২৭ টির মতো নাটক পরিচালনা করেছি। আরো কিছু কাজ করছি।

জাগো নিউজ : নাটকের মান নিয়ে প্রশ্ন আছে অনেকের। আপিনি কি বলবেন ?
শা রিপন : এটা আমাদেরই দোষ, আমারই দায়ী। এখানে অনেক কারণই আছে।।সব কিছুই বলতে চাই না। তবে এখানে বাজেটের একটা ব্যাপার আছে। আনুষঙ্গিক অনেক ব্যাপার আছে।

জাগো নিউজ : সিনেমায় অভিনয়র ইচ্ছে করে না?
শা রিপন : আমি কখনো সিনেমায় অভিনয় করিনি। তবে অফার পেয়েছিলাম।সেখানে চরিত্রটির কোনো গুরুত্ব ছিলো না। ভালো চরিত্র, ভালো গল্প এবং নির্মাতা হলেই কাজ করবো।

জাগো নিউজ : শেষ দুই প্রশ্ন উত্তর চাই-
১/ নাটকে প্রধান চরিত্রে আপনি অভিনয় করলে অভিনেত্রী প্রভা ও শখ কাকে নেবেন?

অবশ্যই প্রভাকে। তিনি খুব ভালো অভিনেত্রী।

২/ সিনেমা নির্মাণ করলে আপনার নায়ক হিসেবে কাকে নেবেন? শাকিব খান নাকি অনন্ত জলিল ?
সিনেমা নির্মাণ করার ইচ্ছে আছে। তবে সেখানে আমি গল্পকে প্রাধান্য দিবো।।সেখানে নায়ক যাকে দরকার হবে আমি তাকেই নেয়ার চেষ্টা করবো।

এলএ/এমএস

আরও পড়ুন