ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পঞ্চাশে অভিনন্দিত শিমুল মুস্তাফা

প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১৮ অক্টোবর ২০১৫

দেখতে দেখতে পেরিয়ে গেছে অনেকগুলো বসন্ত। সময়ের ভেলায় চড়ে বয়সের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেললেন দেশবরেণ্য আবৃত্তিকার শিমুল মুস্তাফা। দীর্ঘ দিনের ক্যারিয়ারে পেয়েছেন দর্শকদের ভালোবাসা, অসংখ্য পুরস্কার।

এই আবৃত্তিকারের ৫০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিলো ‘শিমুল জয়ন্তী’। গেল শনিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বিকেল ৪টায় শুরু হয় এই আয়োজন। সেখানে শিল্পীকে সবাই অভিনন্দন জানিয়ে পঞ্চাশে স্বাগত করেন।

শিমুল মুস্তাফার জন্ম ঢাকায়। বাবা প্রয়াত খান মোহম্মদ গোলাম মুস্তাফা ও মা আফরোজ মুস্তাফা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে মাস্টার্স করেছেন। বিশ্ববিদ্যালয় থেকেই আবৃত্তি তার নেশা হয়ে যায় । আশির দশকের গোড়ার দিকে জড়িয়ে পড়েন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। সেই আন্দোলনে তার কণ্ঠ ছিলো দারুণ হাতিয়ার। তারপর নানা উপলক্ষে শিমুলের আবৃত্তি হয়ে উঠেছে বিপ্লবের আশ্রয়।

এ পর্যন্ত বিভিন্ন প্রকাশনা থেকে শিমুল মুস্তাফার ৪০টির মতো আবৃত্তির অ্যালবাম প্রকাশিত হয়েছে।

এলএ/এমএস