নতুন নাটকের সংকট, পুরোনো নাটকে বৈশাখের আয়োজন
নানা উৎসবকে ঘিরে নতুন নাটক নির্মাণের জোয়ার আসে। পহেলা বৈশাখ, ঈদ উৎসবকে সামনে রেখেই প্রচুর নাটক নির্মাণ হয়ে থাকে। দুই দিন পরেই আসছে বাংলা নববর্ষ। কিন্তু এবার করোনাভাইরাসের সক্রমণে থেমে গেছে সব। কোনো উৎসব-পার্বণ ছাড়াই এবার ঘরে বসে নিরবেই নতুন বছরকে স্বাগত জানাতে হবে।
নানা সংকটের মধ্যে ঘরবন্দি হয়ে কাটছে মানুষের দিন। সব রকমের শুটিং বন্ধ। তাই নতুন কোনো নাটকও নির্মাণ হচ্ছে না বৈশাখকে ঘিরে। এরই মধ্যে নতুন নাটকের সংকটও তৈরি হতে শুরু করেছে। শুটিং করতে না পারায় বন্ধ হয়ে গেছে টেলিভিশনের অনেকগুলো ধারাবাহিক নাটক। এরমধ্যেও ঘরবন্দি দর্শককে বিনোদন দিতে বৈশাখের নতুন আয়োজন করার প্রচেষ্টা চালাচ্ছেন টিভি চ্যানেলগুলো।
কিন্তু সেই সব আয়োজন হচ্ছে পুরনো কন্টেন্ট নিয়েই। এবার পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল তিনটি নাটক প্রচার করবে বৈশাখী টেলিভিশন। ওই দিন রাত ৮টায় প্রচার হবে বৈশাখের বিশেষ নাটক ‘বৈশাখের ভালোবাসা’। সিদ্দিকের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সিদ্দিক, আহসানুল হক মিনু, সালেহা আহমেদ ও জাপানী অভিনেত্রী মাই আতানাবি প্রমুখ।
একই দিনে রাত ৯টায় প্রচার হবে ‘যেই লাউ সেই কদু-২’। বেনু শর্মার চিত্রনাট্য ও আল হাজেনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, হায়দার আলী, শফিক খান দিলু, অলিউল হক রুমি।
রাত ১১টায় প্রচার হবে ‘নীল ফুল’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বিন্দু, আরেফিন শুভ প্রমুখ।
খোঁজ নিয়ে জানা যায় ‘বৈশাখের ভালোবাসা’ নাটকটি প্রথম প্রচার হয়েছিলো ২০১৮ সালে। ‘যেই লাউ সেই কদু-২’ নাটকটিও ছিলো ২০১৮ সালের ঈদের নাটক। অন্যদিকে নীল ফুল নাটকটি ২০১৭ সালের। করোনার প্রকপ না থাকলে হয় তো এরপরিবর্তে প্রচার হতে বৈশাখের নতুন নাটক।
বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালন করেই বৈশাখী টিভির জন্ম। কিন্তু করোনা ভাইরাসের মহামারির কারণে বৈশাখে আমাদের তেমন আয়োজন নেই বললেই চলে। তবুও যতটুকু আয়োজন করতে পেরেছি তা শুধুমাত্র দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই। বৈশাখী টিভির এ আয়োজন দর্শকদেও ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। সবশেষে শুধু এ টুকু বলব, সতর্ক থাকুন, ঘরে থাকুন, ভালো থাকুন।'
এছাড়া এনটিভিতে ১৪ এপ্রিল দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে বৈশাখের বিশেষ নাটক ‘এক বৈশাখে’। সারওয়ার রেজা জিমি’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন- আফরান নিশো, তানজিন তিশা, স্বর্ণলতা দাস আঁচল, শেখ মাহবুব রহমান, এ কে আজাদ সেতু, প্রিয়ন্তী প্রমুখ। এই নাটকটিও এনটিভি প্রথম প্রচার করে ২০১৮ সালে।
এমনই বিভিন্ন টিভি চ্যানেলে এবারের বৈশাখের বিশেষ আয়োজনে প্রচার হবে পুরোনো নাটক। আসছে ঈদের আয়োজন নিয়েও সঙ্কার মধ্যে আছে নাটক ইন্ডাস্ট্রি। করোনায় ঘরে বন্দি হয়ে সবাই অপেক্ষা করছেন সুদিনের জন্য।
এমএবি/এমএস