ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

করোনা নিয়ে বিটিভিতে পন্নী নিয়োগীর কথায় দুই গান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৮ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতামূলক দুটি গান লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিচালক, কণ্ঠযোদ্ধা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম গান দুটির সুর করেছেন। সংগীত পরিচালনায় ছিলেন আলাউদ্দিন তাহের।

গান দুটিতে কণ্ঠ দিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজিত রায় ছাড়াও দেশবরেণ্য শিল্পী আলাউদ্দিন তাহের, সাইফুদ্দীন মাহমুদ খান, রনি গুহ, সুতপা চৌধুরী মুমু, প্রিয়া চক্রবর্তী, শারমিন হোসেন ও প্রিয়া ভৈামিক।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্রাচার্যের সার্বিক তত্ত্বাবধানে গানের প্রযোজনা করেছেন অতিথি প্রযোজক বৈদনাথ অধিকারী। গান দুটি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে থেকে শিগগির (আজ/কাল) প্রচার শুরু হবে।

গান-১

হাঁপিয়ে উঠেছো ঘরে থেকে

কেন মন হয়,

নিজের জন্য, দেশের জন্য,

এটুকু করতে হয়।

ঘরে থাকাটাই নিরাপদ এখন,

হবো তাই ঘরমুখী,

প্রয়োজন ছাড়া বাইরে নয়

কমবে করোনা ঝুঁকি।

ভয় ভীতি নয় সচেতনতায়,

করোনা হবে দূর,

তিমির আধার কেটে যাবে,

আলোকিত হবে ভোর।

গান- ২

ফেসবুক, টুইটার, ম্যাসেঞ্জারে

সবকিছু সঠিক নয়

করোনার সঠিত তথ্য দেবে

স্বাস্থ্য মন্ত্রণালয়।

হাঁচি, কাশি, জ্বর, শ্বাসকষ্টে

চিকিৎসকের পরামর্শ নিন

করোনা থেকে বাঁচতে হলে

সঠিক তথ্য দিন।

সবাই যদি সচেতন হই

থাকবে না করোনা

কয়েকটা দিন ঘরেই থাকুন

বাইরে যাবো না।

জেডএ/জেআইএম