ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

তারকা যখন বাস্তবের ভিলেন! (ভিডিও)

প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৩ অক্টোবর ২০১৫

মেজাজ হারিয়ে তারকারা অনেক সময় নানান বিতর্কিত মন্তব্য করে বসেন। মাঝে মাঝে দু একটা চড় থাপ্পড়ও মেরে বসেন। কিন্তু তাই বলে একেবারে সিনেম্যাটিক স্টাইলে মারামারি করা! ঠিক তাই করে বসলেন বিগ বস পঞ্চম পর্বের অংশগ্রহণকারী ভারতীয় মডেল পূজা মিশ্র।

দিল্লী পুলিশ জানায়, সোমবার দিল্লীর কোরালবাগে ২৪/৭ নামের একটি সুপার শপে শপিং এর কাজে যান পূজা। কেনাকাটার এক পর্যায়ে হঠাৎ করে সুপার শপের এক কর্মীর সাথে বিবাদে জড়িয়ে পড়েন এই উঠতি তারকা। বিবাদের সময় তিনি ওই কর্মচারীকে এলোপাতারি লাথি ও চড় দিতে থাকেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন।

শুধু এতোটুকু করেই থেমে থাকেননি এই বিগ বস তারকা। বন্দুক দিয়ে গুলি করার হুমকিও দেন ওই কর্মীকে।

দিল্লী পুলিশ আরো জানিয়েছে, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দেখুন মারামারির ভিডিওটি :


আরএএইচ/এলএ/পিআর