টিভিতে ফিরছে শাহরুখের পুরোনো ধারাবাহিক
সারা বিশ্ব এখন লড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সাথে। এ লড়াইয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে সামাজিক দূরত্বের ওপর। ফলে পৃথিবীর বহু মানুষকে ঘরবন্দি থাকতে বলা হয়েছে। সে চেষ্টায় ভারতে একের পর এক পুরোনো ধারাবাহিক টেলিভিশনে ফিরিয়ে আনছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণলায়।
রামায়ণ ও মহাভারতের পরে এবার টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে শাহরুখ খানের ধারাবাহিক সার্কাস। ১৯৮৯ সালের এই ধারাবাহিক সে সময় ছিল বেশ জনপ্রিয়। দূরদর্শনে দেখানো হচ্ছে আজিজ মির্জার ধারাবাহিক সার্কাস। ডিডি ন্যাশনাল চ্যানেলে প্রতি রোববার রাত ৮টায় এই ধারাবাহিক দেখা যাবে।
দূরদর্শনের পক্ষ থেকে এই টুইট করে জানানো হয়েছে এই খবর। সার্কাস নামের এই ধারাবাহিকে ছিল শাহরুখ খানের প্রথম অভিনয়ের কাজ। প্রথম ধারাবাহিকেই নজর কেড়েছিলেন কিং খান। শাহরুখ ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন রেনুকা শাহানে ও আশুতোষ গোয়ারিকের।
অন্যদিকে রামায়ণ ও মহাভারত নতুন করে সম্প্রচারিত করার সিদ্ধান্তও নেয়া হয়েছে। একসময় এই ধারাবাহিকগুলো দেখার জন্য মানুষ মুখিয়ে থাকতো। একটা টেলিভিশন সেটের সামনে জড়ো হতেন পুরো পরিবার। আর আজ মানুষকে ঘরবন্দি রাখতেই সেই ধারাবাহিকগুলো আবার ফিরিয়ে আনা হচ্ছে।
ভারতে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকার কথা। এরমধ্যে মানুষ যাতে ঘরে একঘেয়েমি অনুভব না করেন এবং পুরনো স্মৃতি রোমন্থন করতে পারেন, তার জন্য পুরোনো সিরিয়ালগুলো নতুন করে চালানো হচ্ছে। শুধু হিন্দি নয় বাংলা টেলিভিশনেও বেশ কিছু পুরনো সিরিয়াল চালানো হচ্ছে।
এনএফ/পিআর