ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

করোনা জয় করে চীনে খুলছে ৭০ হাজার সিনেমা হল

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২২ মার্চ ২০২০

করোনাভাইরাসকে জয় করে স্বাভাবিক হচ্ছে চীনের জীবনযাত্রা। লোকজন ঘর থেকে বাইরে যাচ্ছেন। অফিস শুরু করেছেন। খুলছে স্কুল কলেজ। অনুশীলনে ফিরছেন ফুটবলসহ নানা খেলার খেলোয়াড়েরা।

এদিকে ২ মাস পর করোনার আক্রমণে বন্ধ হওয়া চীনের প্রায় ৭০ হাজার সিনেমা হলও খুলে দেওয়া হচ্ছে। নতুনভাবে চালু হতে যাওয়া এসব সিনেমা হল বা থিয়েটারগুলোকে নতুন করে সাজিয়ে নেয়া হচ্ছে। জানা গেছে চলতি মাসের শেষ দিকে খুলে দেওয়া হবে হলগুলো। এমনই খবর প্রকাশ করেছে সাপ্তাহিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি।

জানা গেছে, চলতি সপ্তাহেই খুলে দেওয়া হচ্ছে দেশটির বেশ কয়েকটি থিয়েটার। সেকারণে এরই মধ্যে পোস্টার লাগানো হয়েছে থিয়েটার এলাকা জুড়ে। শুধু তাই নয়, চলতি মাসের শেষে চীনে থ্রিডি আকারে মুক্তি পাচ্ছে হলিউডের বিখ্যাত ‘হ্যারি পটার’ সিনেমা।

এদিকে ভ্যারাইটি আরও জানিয়েছে, সিনেমা হল খুলে দেওয়া হলেও দর্শকদের বেশ সচেতন থাকতে বলেছে দেশটির কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া সিনেমা হলে প্রবেশ নিষেধ ঘোষণা করা হয়েছে।

এদিকে সিনেমা হলগুলো আবার চালু হওয়ার খবরে আনন্দ বয়ে যাচ্ছে চীনজুড়েই। নাগরিকরা মহামারীর আতঙ্ক ও মৃত্যুর শোক।কাটিয়ে উঠতে বিনোদনের মাধ্যম সিনেমাকে বেছে নেয়ার অপেক্ষায় আছে বলে মনে করছে চীনা সরকার।

এলএ/এমকেএইচ

আরও পড়ুন