ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পর্নোগ্রাফির অভিযোগে লস এঞ্জেলসে শুটিং বন্ধ

প্রকাশিত: ১২:১৮ পিএম, ১১ অক্টোবর ২০১৫

হলিউডি মুভির তীর্থস্থান হিসেবে খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস। সম্প্রতি সেখানকার অবস্থিত যে কোন ধরনের ছবির শুটিং-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যটির স্কুল কমিটির প্রধান র‍্যামন কোর্টনি।

র‍্যামনি কোর্টনি অভিযোগ করে বলেন, ‘২০১২ সালের একটি পর্নো ছবির শুটিং করা হয় অ্যালেক্সজেন্ডার হাই স্কুলের পার্কিং লট এবং ক্লাসরুমে। যা এতোদিন অজানা ছিলো। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে এ তথ্য উঠে আসায় আমরা স্কুলগুলোতে সকল ধরনের ছবি ও সিরিয়ালের শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছি।’

লস এঞ্জেলসের অধীন সকল মুভি স্টুডিওগুলোও তাদের ওয়েবসাইটে একই ঘোষণা দিয়েছে। তারা জানান, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান ঠিক রাখতে যে কোনো কিছু করতে বদ্ধ পরিকর তারা।

আরএএইচ/এলএ/আরআইপি