ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মুক্তি পাচ্ছে আবদুল্লাহ আবু সায়ীদের সিনেমা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৫ মার্চ ২০২০

ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ অবলম্বনে আফজাল হোসেন নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘রাজশাহীর রসগোল্লা’। এর শুটিং হয়েছে রাজশাহীর বিভিন্ন জায়গায়। রহস্য ও রোমাঞ্চকর গল্পের এ চলচ্চিত্রে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

এতে ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন নিজেই। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত প্রমুখ। এ চলচ্চিত্রটি প্রচার হবে ১৭ মার্চ মঙ্গলবার বিকলে ৩টা ৫ মিনিটে।

গল্পে দেখা যাবে, গাড়ি ছুটছে ত্রিশ মাইল গতিতে। কিন্তু ছোটকাকুর মনের ভেতরে চিন্তা হাজার মাইল গতির। ছোটকাকু এসেছিলেন গানের শুটিংয়ে। কিন্তু তার বদলে জড়িয়ে যাচ্ছেন এ কিসের মধ্যে!

Rosogolla-01

গাছপালার আড়ালে লোহার তৈরি বিশাল দেয়াল। লোহার পাত ও রঙ দিয়ে বানানো যেন একটি খাঁচা। তার ভেতরেই বিশাল দুর্গের মতো একটি বাড়ি। বাড়ির গেটটা খুলে দিতেই যা চোখে পড়লো, তাতে ভিমড়ি খাবার অবস্থা। রাজশাহীতে ফেলে আসা ছোটকাকুদের দুটি মাইক্রোবাস দাঁড়িয়ে আছে এই বাড়িতেই।

মলি­কপুর। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময় নামটি বেশ অহংকারের সঙ্গে উচ্চারিত হয়। মলি­কপুরের সেই প্রাচীন বটগাছের একটি জায়গায় একটা সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গ মুখে আলাদা ঘাস লাগানো। তার মানে এর নিচে কিছু একটা আছে।

রহস্য রোমাঞ্চের ছোটকাকু সিরিজের এবারের গল্পে দেখা যাবে এমনই সব ঘটনা।

এলএ/এমএস

আরও পড়ুন