আবোল তাবোল নাম নিয়ে সমালোচনার ঝড়
ভালোবাসার মৌলিক গল্প নিয়ে নির্মিত ছবি ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। এটি গেল শুক্রবার প্রায় অর্ধ শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নীল নক্ষত্র এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ ছবিটি প্রযোজনা করেছেন শামীম আলম এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইফ চন্দন।
কায়েস আরজু ও আইরিন সুলতানা জুটির এই প্রথম ছবিটি মুক্তির পর থেকে খুব একটা সাড়া ফেলতে পারেনি দর্শকদের মাঝে। খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ হলগুলোতেই গুটি কয়েক দর্শক নিয়ে শো চালাতে হয়েছে। তবে চলচ্চিত্র পাড়ায় প্রশংসিত হচ্ছে ছবিটির নির্মাণ ও আরজু-আইরিন জুটির রসায়ন।
এদিকে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে ছবিটি নিয়ে। কারণটা জানা গেল ছবির উদ্ভট নামকরণ! ঘুরে ফিরে সকলের মুখে একটাই কথা ‘এ আবার কেমন নাম হলো চলচ্চিত্রের?’ নাম দেখেই নাকি বোঝা যায় কি অখাদ্য তৈরি করা হয়েছে। সেইসাথে ছবিটির কর্তৃপক্ষের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
ফেসবুক ঘুরে দেখা গেছে প্রজন্ম সানু নামে একজন লিখেছেন, ‘ছেলেটি চটি চটি মেয়েটি নটি নটি এই সিনেমার নাম এটা হলে ভাল হতো। ডার্টি পিকচার টাইপ পোষ্টার না বানালে কি নয়!!!’
বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মিরাজ মুন্না তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘কোনো বাংলা চলচ্চিত্রের এমন নামকরণ হবে এটা ছিল আশাতীত। ভবিষ্যতে এমন উদ্ভট নামকরণ না করার জন্য নির্মাতা-প্রযোজকদের আহবান জানাচ্ছি।’
শিমুল মাহমুদ নামে এক ব্যবসায়ী লিখেছেন, ‘আবোল তাবল নাম দিয়ে পাগল পাগল মানুষিকতার পরিচয় বহন করেছেন ছাগল মার্কা পরিচালক। নইলে ছবির নাম এমন হবে কেন?’
রিয়াজ আল আসাদ ফেসবুকে পোষ্ট দিয়ে জানিয়েছেন, ‘যদিও ছবির পোস্টার এবং নাম গুলো আবোল তাবোল ছিল, কিন্ত ছবিটা দেখে যেন পাগল পাগল ভাব হচ্ছে মনের মধ্যে।’
সিনথিয়া সিঁথি নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লিখেছেন, ‘যেমন অসুস্থ ছবির নাম, তেমনি অসুস্থ ছবিটির পোস্টারে নায়িকার পোশাক। ছবিটিও যে সামাজিকভাবে অযোগ্য এবং বর্জিত হওয়ার মতো সেটা বুঝতে সক্রেটিস হওয়া লাগে। ধিক নির্মাতা ধিক!’
শুধু তাই নয়, চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক নির্মাতা, প্রযোজক এবং কণ্ঠশিল্পীরাও ছবিটির নামকরণে ছবির পরিচালক ও প্রযোজকের সুস্থতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এদিকে সেন্সর বোর্ডের সাথে চলচ্চিত্রের এমন অদ্ভূত আর হাস্যকর নামকরণ প্রসঙ্গে জানতে চাইলে উর্ধতন এক কর্মকর্তা জানালেন, বিদেশি কোনো শব্দ, অশ্লিল কোনো শব্দ দিয়ে ছবির নামকরণ নিষিদ্ধ। শুনতে খারাপ লাগলেও ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল নামটি নিষিদ্ধ হবার মতো নয়। এক্ষেত্রে ছবির পরিচালক- প্রযোজক ও কলাকুশলীদের নিম্ন রুচির প্রশ্ন উঠতে পারে। কিন্তু এটিকে আটকে দেয়ার এখতিয়ার রাখে না সেন্সর বোর্ড। তাই ছবিটিকে ছাড়পত্র দেয়া হয়েছে।
পাশাপাশি ছবিটিকে নিয়ে নতুন করে আরেকটি অভিযোগ উঠেছে। ছবিটি দেখার পর দর্শকদের অনুভূতি জানতে চাইলে তারা অভিযোগ করে বলেন, ছবির পোস্টারের সাথে দৃশ্যের মিল নেই। যেসব দৃশ্য পোস্টারে দেখানো হয়েছে আদতে তেমন কোনো কিছুই নেই ছবিতে।
প্রসঙ্গত, ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল ছবিতে আরজু-আইরিন ছাড়াও অভিনয় করেছেন মুনিরা মিঠু, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, রিমা, ডায়না, নিম্মি, রিফাত, অরিন, পাভেল, লিপিকা, রিয়া, মিশা সওদাগর এবং শাহেদ শরীফ খান।
এনই/এলএ