বলিউডে রিমেক হচ্ছে জয়ার রাজকাহিনী (ভিডিও)
দুর্গাপূজা উৎসবে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘রাজকাহিনী’। মুক্তির আগেই দুই বাংলাতেই হৈ হৈ রব পড়ে গেছে সৃজিত মুখার্জি পরিচালিত ছবিটি নিয়ে।
এবার শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। ১৯৪৭ সালের দেশ ভাগের গল্প নিয়ে নির্মিত এই ছবিটি রিমেক করার আগ্রহ প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা মহেশ ভাট।
মহেশ ভাটেরই এক টুইট থেকে জানা গেল ‘রাজকাহিনী’কে হিন্দিতে রুপান্তরের আগ্রহ প্রকাশ করেছে ভাট প্রতিষ্ঠান। যদি তাই হয়, তবে এটি দিয়েই টলিউড গ্রেট সৃজিত প্রথমবারের মতো পা রাখবেন বলিউডে। সৃজিত একাই নয়, ছবিটিতে অভিনয়ের সম্ভাবনা রয়েছে জয়া আহসানেরও। তার পাশাপাশি ছবিটিতে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, বিদ্যা বালান, আলিয়া ভাটসহ এক ঝাঁক তারকারা।
আরো জানা গেছে, হিন্দিতে ছবিটির নাম ‘রাজকাহিনী’ থেকে বদলে হবে ‘লাকির’। মহেশ ভাট ও মুকেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ভিশেষ ফিল্মস ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে প্রযোজনা করবে হিন্দি ছবিটি। এটুকু এরইমধ্যে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
বলিউড যাত্রা করতে চলছেন, স্বাভাবিকভাবেই খুব খুশি সৃজিত। ইতোমধ্যেই তিনি শ্রীজাতকে হিন্দি চিত্রনাট্যটি লিখতে দিয়েছেন। ‘রাজকাহিনী’ তো বাংলাভাগের সময়কে ধারণ করছে, হিন্দি ‘লাকির’-এ সেই ঘটনার স্থান হবে পাঞ্জাব।
সৃজিতের ‘রাজকাহিনী’ মুক্তি পাচ্ছে ১৬ অক্টোবর। এতে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী জয়া আহসান অভিনয় করেছেন রুবিনা চরিত্রে।
দেখুন রাজকাহিনী ছবির ট্রেলারে জয়ার এক ঝলক :
এলএ