ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চলে গেলেন নয়ীম গহর

প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৭ অক্টোবর ২০১৫

স্বাধীনতা পদকজয়ী বিশিষ্ট গীতিকার নয়ীম গহর মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহ…রাজিউন...

মৃত্যুকালে নয়ীম গহরের বয়স হয়েছিলো ৯৩ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তার মেয়ে অভিনেত্রী ইলোরা গহর এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমএসএসইউ) চিকিৎসা চলছিলো নয়ীম গহরের। এর আগেও ২০০০ সালে নয়ীম গহরের ওপেন হার্ট সার্জারি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতায়।

বরেণ্য এ গীতিকার কয়েক বছর ধরে চলাচলে অক্ষম ছিলেন। ছয় মাস আগে স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করার কারণে তার স্মৃতিশক্তি লোপ পায়। গত মাসে তার উরুতে একটি অস্ত্রোপচারের পর সেখানে পঁচন ধরে। দীর্ঘদিন বিছানায় থাকায় তার পিঠেও ক্ষতের সৃষ্টি হয়।

বুধবার বিকেলে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। নয়ীম গহরকে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার আহ্বান জানিয়েছেন তার পরিবার।

নয়ীম গহর একাধারে গীতিকার, ঔপন্যাসিক, গায়ক, অভিনেতা ও নাটক রচয়িতা। তিনি বিবিসি বাংলার ভাষ্যকার ও সংবাদ পাঠক ছিলেন। দেশের বাইরে চাকরি নিয়ে গেলেও ফিরে এসেছেন মাটির টানে।  যোগ দিয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন যোদ্ধা হিসেবে। গানের বাণীতে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়।

এই কৃতী গীতিকার ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’, ‘পূবের ঐ আকাশে সূর্য উঠেছে’- এমন সব কালজয়ী দেশাত্মবোধক গান রচনা করেছেন।

দেশের স্বাধীনতায় প্রকাশ্যে অবদান রাখলেও তিনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্রহণ করেননি। তবে ২০১২ সালে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়।

এলএ/আরআইপি