তাহসান-সুস্মিতার গানে রোমান্স ছড়ালেন সাজ্জাদ-তিশা
জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও সুস্মিতা আনিস প্রথমবারের মতো দ্বৈত কণ্ঠে গাইলেন। ভালোবাসা দিবসের এই গানটির শিরোনাম ‘স্মৃতির ফানুস’। টিউন এ্যান্ড ট্র্যাকস স্টুডিওতে রেকর্ড হওয়া গানটি প্রকাশ পেয়েছে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি)।
নিউ মিউজিক প্যারাডাইরে ব্যানারে ‘Shusmita Anis’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া এ গানের ভিডিওতে জুটি বেঁধে হাজির হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী তানজিন তিশা। তাদের এখানে স্বামী স্ত্রী চরিত্রে দেখা গেছে।
গানটির সুর ও কম্পোজিশন করেছেন তাহসান খান এবং মিউজিকে রয়েছেন মেনন। ‘যদি কখনও মনের ভুলে ভুল করে আমায় মনে পড়ে, খুঁজে দেখো পাবে ঠিকই আমাকে ওই আকাশের তারায়, একটু সময় দিও আমায়, সঙ্গে তোমার উড়াব ‘স্মৃতির ফানুস’- এমন রোমান্টিক কথায় গানটি যৌথভাবে লিখেছেন তাহসান খান ও লিমন।
গানটির প্রকাশনা উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় সোনারগাঁও হোটেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তাহসান খান, সুস্মিতা আনিস, ইরফান সাজ্জাদ, তানজিন তিশানসহ এ গানের সংশ্লিষ্টরা।
সেখানে কণ্ঠশিল্পী সুস্মিতা আনিস বলেন, ‘যখন গাইছিলাম তখন থেকেই মনে হচ্ছিল কথা ও সুরে অন্য এক কল্পনার ভুবনে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে গানটি। তাহসানকে আমি ধন্যবাদ দেবো এই গানে আমার সঙ্গী হওয়ার জন্য। আর দুই তারকা ইরফান সাজ্জাদ ও তানজিন তিশাকে অনেক ভালোবাসা জানাই। অল্প সময়ে তারা খুব ভালো কাজ করেছেন। তাদের এক্সপ্রেশনগুলো মুগ্ধ করে যায়।’
গায়ক তাহসান খান তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘‘স্মৃতির ফানুস’ গানটি সব বয়সের সব শ্রোতার হৃদয়মন ছুঁয়ে দেবে অনায়াসে। সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন গানের এই প্রজেক্টটি যেন সফল হয়। গীতিকার লিমন খুব সুন্দর কথা লিখেছেন। এর সুর-মিউজিক, ভিডিও সব মিলিয়ে টিমটা ছিলো দারুণ। আর ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা এই ভিডিওতে অনবদ্য ছিলো। শ্রোতারা ভালোবাসা দিবসে গানটি শুনে মজা পাবে, ভিডিওটি দেখেও মজা পাবে বলে প্রত্যাশা করছি।’
অভিনেত্রী তানজিন তিশা এই গানের ভিডিওতে কাজের সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানান সুস্মিতা আনিস ও তাহসান খানকে। তিনি বলেন, ‘চমৎকার এই গানটির পরিকল্পনা না নিলে আমি সুযোগ পেতাম না এখানে কাজ করার। খুবই দারুণ একটি টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হলো। দর্শক এখানে নতুন করে দেখবে সাজ্জাদ-তিশাকে।’
ইরফান সাজ্জাদ তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এর আগে আমি ও তিশা এমন চরিত্রে কাজ করিনি। এখানে স্মৃতির হাত ধরে নব্বই দশকের একটি কাপল হিসেবে হাজির হয়েছি আমরা। ‘স্মৃতির ফানুস’ একটি নিখুঁত প্রেমের গান। আমার মনে হয় এটি এবারের ভালোবাসা দিবসের সেরা গান হবে।’
এলএ/এমএস