ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

যৌথ প্রযোজনায় আগ্রহী নয় বলিউড

প্রকাশিত: ১১:১৭ এএম, ০৬ অক্টোবর ২০১৫

বলিউডের প্রখ্যাত দুই নির্মাতা-প্রযোজক মুকেশ ভাট ও রমেশ সিপ্পি বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার সকালে তথ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তারা। সেখানে ঢাকার পক্ষ থেকে বলিউডকে যৌথ প্রযোজনার প্রস্তাব দেয়া হয়। কিন্তু সে বিষয়ে আগ্রহ দেখাননি ওই দুই নির্মাতা।

বৈঠকে তথ্যমন্ত্রির সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান। তিনি জাগো নিউজকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে ভারত ও বাংলাদেশের চলচ্চিত্র আমদানি-রফতানি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যৌথ প্রযোজনায় আগ্রহ দেখালেও বলিউডের দুই চলচ্চিত্র ব্যক্তিত্ব রফতানিতে জোর দেন।

তিনি আরো বলেন, ‘আমরা তাদের বলেছি দুই দেশের নির্মাতা ও কলাকুশলী নিয়ে ছবি নির্মাণ করতে। সেগুলো যার যার দেশে নিজ নিজ ভাষায় মুক্তি দেয়া হবে। কিন্তু এ বিষয়ে রাজি হলেন না তারা। মুকেশ ভাট ও রমেশ সিপ্পি বলেছেন আপাতত বলিউডের ছবি ঢাকাতে মুক্তি দেয়া হোক। তাতে নাকি দুই দেশের ছবির মধ্যে প্রতিযোগিতা তৈরি হবে, বাংলাদেশের চলচ্চিত্রের মান বৃদ্ধি হবে। কিন্তু আমরা বলেছি এই সময়ে বলিউডের ছবির সাথে প্রতিযোগীতা করার মতো অবস্থায় আমরা নেই। বাজেটের ও বাজারের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। সত্যি যদি ঢাকাই ছবির জন্য বলিউড কিছু করতে চায় তবে সেটা হোক যৌথ প্রযোজনার মাধ্যমে।’

সোহান আলাপকালে তথ্যমন্ত্রি হাসানুল হক ইনুর প্রশংসা করে বলেন, ‘বৈঠকে বাংলাদেশের চলচ্চিত্রের স্বার্থকে প্রাধান্য দিয়েই কথা বলেছেন মন্ত্রি। এই বৈঠক ছাড়াও তিনি সবসময়ই চেষ্টা করেন আমাদের ফিল্ম ইন্ড্রাষ্ট্রির উন্নয়নে কাজ করতে, আমাদের পাশে দাঁড়াতে।’

সবশেষে গুণী এই পরিচালক বলেন, দেশের চলচ্চিত্রের ধ্বংস বয়ে আনবে এমন কোনো চুক্তি বা সিদ্ধান্ত নেয়া হবে না।

প্রসঙ্গত, রমেশ সিপ্পি বলিউডের স্মরণকালের সবচেয়ে আলোচিত ছবি `শোলে`র (১৯৭৫) পরিচালক। ৬৮ বছর বয়সী এই পরিচালকের অন্য ছবিগুলো হলো- `আন্দাজ` (১৯৭১), `সীতা অউর গীতা` (১৯৭২), `শান` (১৯৮০), `শক্তি` (১৯৮২), `ভ্রষ্টাচার` (১৯৮৯), `জমানা দিওয়ানা` (১৯৯৫), `আকেলা` (১৯৯১), `জামিন` (১৯৮৭) এবং `সাগর` (১৯৮৫)।
 
অন্যদিকে মুকেশ ভাট হলেন বলিউডের নামজাদা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মসের সহ-মালিক। `আশিকি` ও `আশিকি টু` তৈরি হয়েছে তারই প্রযোজনায়। ৬৩ বছর বয়সী এই পরিচালকের ছোট ভাই মহেশ ভাট। বলিউড অভিনেত্রী-পরিচালক পূজা ভাট, অভিনেতা এমরান হাশমি, রাহুল ভাট, অভিনেত্রী আলিয়া ভাটের চাচা তিনি।

এলএ/পিআর