ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বিপাশার প্রচ্ছদে আসছে তৌকির আহমেদের কবিতার বই

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০

বছর ঘুরে আবার শুরু হয়েছে বই মেলা। এবার অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হতে যাচ্ছে তৌকির আহমেদের প্রথম কবিতার বই। বইটির নাম ‘একগুচ্ছ কবিতা’। বইটির প্রচ্ছদ এঁকেছেন তৌকিরের স্ত্রী অভিনেত্রী-নির্মাতা-চিত্রশিল্পী বিপাশা হায়াত। এটি প্রকাশ করছে অনন্যা প্রকাশনী।

প্রথম কবিতার বই প্রসঙ্গে তৌকির আহমেদ বলেন, ‘বইটি নিয়ে এখনই বিস্তারিত বলব না। এতে কয়টি কবিতা আছে, কবিতাগুলোতে কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়েছি আমি চাই পাঠকরা বইটি পড়েই সব জানুক। আগামী সপ্তাহে মেলাতে পাওয়া যাবে বইটি।’

এর আগে ২০১২ সালে প্রকাশিত হয় তৌকির আহমেদের বই ‘প্রতিসরণ’। এটি মঞ্চে ২০০তম প্রদর্শনীর পর বই আকারে প্রকাশিত হয়। এছাড়া ২০১৩ সালে প্রকাশিত হয় ‘ইচ্ছেমৃত্যু’ এবং ২০১৫ সালে সবশেষ বের হয় ‘অজ্ঞাতনামা’। এটি থেকে পরবর্তী সময়ে সিনেমা নির্মাণ করা হয়, যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।

সবার আগে তৌকির জনপ্রিয় একজন অভিনেতা। মঞ্চ ও টেলিভিশনে তার অভিনয় মুগ্ধ করেছে তিন দশকের দর্শক। এক দশক ধরে তিনি নির্মাতা হিসেবেও নির্মাণের মুন্সিয়ানার প্রমাণ রেখেছেন। নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও তিনি পেয়েছেন সাফল্য। লেখক হিসেবে এগিয়ে চলেছেন তিনি।

এমএবি/এলএ/পিআর