ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বলিউডের ৪ তারকাকে পদ্মশ্রী দিচ্ছে মোদি সরকার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:০২ এএম, ২৬ জানুয়ারি ২০২০

প্রযোজক, পরিচালক, অভিনেত্রী ও গায়কসহ বলিউডের চার ব্যক্তিত্বকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ দিতে যাচ্ছে মোদি সরকার।

অনেকে সমালোচনা করে বলছেন, বলিউডের যারা পদ্মশ্রী পাচ্ছেন তারা সকলেই বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ। পুরস্কার দেয়ার ক্ষেত্রে ‌‘নিজেদের লোক’ বেছে নিয়েছে মোদি সরকার।

jagonews24

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে মোদি সরকারকে দরাজ গলায় সমর্থন দিয়েছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাওর জাতীয়তাবাদী ভাবমূর্তিও সবার জানা। সেই কঙ্গনা এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন।

jagonews24

পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে ভারতীয় হয়েছেন জনপ্রিয় গায়ক আদনান সামি। জন্মসূত্রে পাকিস্তানি এই গায়ক বছর কয়েক আগে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ সালে ভারতীয় নাগরিকত্ব পান তিনি। তিনিও প্রধানমন্ত্রীর বড় গুণগ্রাহী। এবার তাকেও পদ্মশ্রী দিতে যাচ্ছে মোদি সরকার।

বলিউডের অন্যতম বড় প্রোডাকশন হাউস ধর্মা। তার মালিক পরিচালক করণ জোহর। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সিনেমা জগতের তারকাদের সঙ্গে সাক্ষাতে বড় ভূমিকা নিয়েছিলেন করণ। তিনিও পদ্মশ্রী পেতে যাচ্ছেন।

jagonews24

বালাজির মালকিন একতা কাপুরও পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। একতার সিরিয়াল ‌‘কভি সাস ভি কভি বহু থি’ তুলসী ভিরানির চরিত্রে জনপ্রিয় হয়েছিলেন স্মৃতি ইরানি। সেই স্মৃতি এখন কেন্দ্রীয়মন্ত্রী। একতার সঙ্গে নরেন্দ্র মোদির বেশ ভালোই সুসম্পর্ক।

এমএসএইচ