ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পিকে শ্যুটিয়ে ১০ হাজার পান খেয়েছেন আমির

প্রকাশিত: ১১:৫০ এএম, ২৮ অক্টোবর ২০১৪

টিনসেল টাউনে মিস্টার পারফেশনিস্ট হিসেবে পরিচিত আমির খান। এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। শুধু কথায় নয়, কাজেই এ কথা প্রমাণ করেছেন আমির। এবারও তার ব্যতিক্রম হয়নি।

রাজকুমার হিরানির আগামী সিনেমা পিকে-তে নিজের চরিত্র সঠিকভাবে তুলে ধরতে প্রায় ১০ হাজারের বেশি পান খেয়েছেন আমির। সিনেমার শ্যুটিং চলাকালে সিনেমার চরিত্র অনুযায়ী নিজেকে তৈরি করতে এমনটাই করেছেন খুঁতখুঁতে আমির।

পিকে সিনেমায় আমির অভিনীত চরিত্রের পান চিবানোর অভ্যাস। আর পানের নেশায় অভ্যস্ত চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে অনবরত পান খেয়েছেন আমির। প্রত্যেক দৃশ্যের শ্যুটিংয়ের আগে তিনি পান খেয়েছেন। পানের নেশায় অভ্যস্ত ব্যক্তির মুখে, ঠৌঁট যে রঙের হয় তা করতে গিয়েই পুরো সিনেমার শ্যুটিং চলকালে প্রায় ১০ হাজার পান চিবোতে হয়েছে তাঁকে। আর আমিরের জন্যই সেটে এক পানওয়ালাকে বসাতে হয়েছিল।