ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ফেসবুকে সাংবাদিক রাখবেন না শবনম ফারিয়া

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৩ অক্টোবর ২০১৫

দেশের বিনোদন সাংবাদিকদের উপর বেজায় চটেছেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। শনিবার দুপুরে জাগো নিউজের বিনোদন বিভাগ থেকে মুঠোফোনে তার ঈদ পরবর্তী ব্যস্ততা এবং দৈনন্দিন হালচাল জানার জন্য যোগাযোগ করা হয়। এসময় তিনি কথা বলতে আপত্তি জানান।

কারণ জানতে চাইলে বলেন, সদ্য প্রয়াত আরজে প্রত্যয়ের সাথে তাকে জড়িয়ে নোংরা নিউজ করায় ক্ষুব্দ তিনি। এজন্য কোনো সাংবাদিককেই কোনো ইন্টারভিউ দিবেন না।

এসময় তিনি নাম উল্লেখ করে কিছু অনলাইন বিনোদন সাংবাদিকদের নিয়ম-নীতি না জানা কান্ডজ্ঞানহীন বলে সম্বোধন করেন। সেইসাথে নিজের ফেসবুক লিস্ট থেকে সেইসব সাংবাদিকদের রিমুভ করে দেয়ার ঘোষণাও দেন।

শবনম ফারিয়া বলেন, ‘গতকাল (শুক্রবার) আরজে প্রত্যয়ের মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগে আমার। সে সময় তার সাথে আমি ক’দিন আগের চ্যাটিং এর কিছু অংশের স্ক্রীনশট দিয়ে ফেসবুকে পোষ্ট করি। এটা নিয়ে কিছু অনলাইন নিউজ পোর্টাল খবর প্রকাশ করে দিয়েছে। সেসব খবরের শিরোনামগুলো ছিলো যাচ্ছেতাই রকমের নোংরা ও উস্কানিমূলক। এটা দেখে আমি খুবই বিস্মিত ও হতাশ। এটা তারা মোটেও ঠিক করেননি।’

তিনি আরো বলেন, ‘কিছু সাংবাদিক আছেন যারা অভিনেতা-অভিনেত্রীদের ফেসবুকে ছবি কিংবা স্ট্যাটাসের আশায় ওঁত পেতে বসে থাকে। পরে সেটা দিয়ে  আজেবাজে শিরোনাম দিয়ে নেগেটিভ নিউজ প্রকাশ করে। এটা নিয়ে মানুষের মধ্য এক প্রকার বিভ্রান্তির সৃষ্টি হয়। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ফেসবুকে যে ক`জন সাংবাদিক যুক্ত আছেন সবাইকে আনফ্রেন্ড করে দেবো।’

আলাপের এক পর্যায়ে শবনব ফারিয়া চটে গিয়ে বলেন, ‘কিছু অনলাইন পোর্টালের সাংবাদিকরা সাংবাদিকতা কি সেটা শিখে আসেনি। একজন সাংবাদিকের দায়িত্ব-কর্তব্য কি বা কি করা উচিত তাও জানেন না। এজন্য আমি এখন থেকে কাজ ছাড়া অন্য কিছু নিয়ে সাংবাদিকদের সাথে কোনোরকমভাবেই ঘনিষ্ঠ হবো না।’

এলএ/আরআইপি