ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শুরু হয়েছে শিল্পের শিকড়ে

প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৩ অক্টোবর ২০১৫

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারীতে শুরু হয়েছে ‘শিল্পের শিকড়ে’ শীর্ষক দলীয় চিত্রকর্ম প্রদর্শনী। গেল শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটে এর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে জলরঙ, অ্যাক্রিলিক, টেরাকোটা আর চারকোল মাধ্যমে আঁকা পাঁচজন শিল্পীর ৩৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এই যৌথ প্রয়াসে অংশ নেয়া পাঁচ শিল্পীরা হলেন জেবুন নাহার নাইম (বেবী), মিনি করিম, লায়লা শারমিন, সমিরন চৌধুরী এবং তৈয়বউজ্জামান খান তপু।

‘শিল্পের শিকড়ে’ প্রদর্শনীতে পাঁচজন শিল্পীই নিজ নিজ দক্ষতায় ক্যানভাসের উপর রঙ তুলির রঙ ও রেখায় আবার পোড়া মাটির মাধ্যমে হৃদয় নন্দন চিত্র ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন। তাদের চোখে দেখা প্রকৃতি, নারী, পুরুষ ও জীবনকে তারা তাদের ধ্যান ধারণার বিভিন্ন রেখায় নানা রঙে মাটিতে খোদাই করে জীবন্ত করে তোলার চেষ্টা করেছেন। তারা শিল্পের আশ্রয়ে মানুষের কথা, দেশের কথা, সমাজের কথা, সর্বসাধারণের কাছে দৃষ্টি নন্দন সৃজনশীল কাজের মাধ্যমে উপস্থাপন করার প্রচেষ্টা চালিয়েছেন।

লায়লা শারমীন যেমন প্রকৃতির সৌন্দর্য আর সৌহার্দ্যরে মধ্যে আশ্রয় খোঁজেন। অস্থির পৃথিবীতে তিনি শান্তির খোঁজ করেন। যান্ত্রিক পৃথিবীর বন্দিশালা থেকে বেরিয়ে আসতে বলেন দর্শককে। সময়, বিক্ষিপ্ততা, বিশ্বাসহীনতা, নিঃসঙ্গতা তার ছবির পশ্চাৎপট। তপু টেরাকোটা শিল্প দিয়ে তাঁর ভিতরের অনুভূতি খুঁড়ে বের করেন। এই অনুভূতি দিনে দিনে তৈরি হয়েছে মানুষ-প্রকৃতি-সংস্কৃতি মিশিয়ে। তাই শিল্পকর্মগুলোকে আপন মনে হয়।

মিনি করিমও প্রেরণা খুঁজে পান প্রকৃতিতে। তাই সেথায় তার দিবা-রাত্রির সন্তরণ। চিত্রকর্মেও তারই প্রতিফলন। অন্যদিকে সমীরণ আবেগ তৈরি করেন ছবিতে। তিনি সবার জন্য আঁকেন যেমন ভালোবাসেন সবাইকে। জেবুন নাহার নাইম (বেবী)’র  চিত্র প্রদর্শনীটিতে মূলত নারীর বিষয় বেশি প্রাধান্য পেয়েছে। তিনি মনে করেন ‘নির্যাতিত’ এবং ‘অবলা’ বিশেষণ দুটো নারীর সাথে যেতে পারেনা। শিল্পীর মতে নারী হচ্ছে শক্তির আঁধাঁর। নারী শান্তির অন্বেশনে থাকুক, আলোকিত থাকুক এটাই শিল্পীর অঙ্গীকার।

প্রদর্শনীটি শুক্রবার থেকে ১০অক্টোবর পর্যন্ত চলবে। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

এলএ/এমএস