ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভেঙে যাচ্ছে দেব-রুক্মিণী জুটি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:০৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯

কলকাতার সিনেমায় আলোচিত জুটি দেব-রুক্মিনী। তাদের বাস্তব প্রেম নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। কখনো কখনো শোনা যায় তারা বিয়ে করে ফেলেছেন। আবার কখনো শোনা যায়, বিয়ের আয়োজন করতে যাচ্ছেন। বিদেশে ছুটি কাটাতে যান তারা। সব মিলিয়ে সব সময় আলোচনায় থাকে প্রেম।

সম্প্রতি দেবের জন্মদিনে রুক্মিণী লিখেছিলেন, আমার একমাত্র হিরো দেব। এ পর্যন্ত রুক্মিণী যতগুলো সিনেমায় অভিনয় করেছেন প্রতিটি ছবিরই নায়ক ছিলেন দেব। চমকে যাওয়ার মতো খবর হলো, আর সেই রকমটা থাকছে না। ভাঙতে চলেছে দেব-রুক্মিণী।

জানা গেছে, এবার অন্য নায়কের সঙ্গে জুটি গড়তে চলেছেন দেবের নায়িকা। জিৎ এর প্রযোজনা সংস্থা থেকে ‘সুইজারল্যান্ড’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর এই সিনেমায় রুক্মিণীর নায়ক হবেন আবির চট্টোপাধ্যায়। জিৎ এর ‘অসুর’ সিনেমাটি মুক্তির পরেই শুরু হবে ‘সুইজারল্যান্ড’ ছবির শুটিং।

রুক্মিণীর সব ছবি ছিল দেবের প্রযোজনা সংস্থা থেকেই। ২০১৭ সালের দেবের বিপরীতে ‘চ্যাম্প’ ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি রুক্মিণীর। এরপর অনেক ছবি উপহার দিয়েছেন তারা। আপাতত নতুন জুটির অপেক্ষায় কলকাতার চলচ্চিত্র পাড়া। এবার আসছেন আবির-রুক্মিণী জুটি।

এমএবি/এলএ/এমকেএইচ

আরও পড়ুন