বাবা হলেন হৃদয়ের কথা সিনেমার নির্মাতা অলিক

বাবা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলিক। মঙ্গলবার বিকেল ৪টায় এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। ফেসবুকে নবজাতককে নিয়ে ছবি পোস্ট করে বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
এস এক হক অলিক বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার প্রথম কন্যা, দ্বিতীয় সন্তান আজ বিকাল ৪ টায় পৃথিবীতে আসলো। সবাই মা ও মেয়ের জন্য দোয়া করবেন।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে গত ১৭ অক্টোবর এস এ হক অলিকের ছেলে রিশাদ ১১ বছরে পা দিয়েছে।
২০০৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পেয়েছিলো রেকর্ড সংখ্যক ব্যবসা সফল ছবি ‘হৃদয়ের কথা’। এস এ হক অলিক পরিচালিত এই ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করে নিজেদের জনপ্রিয়তাকে অনন্যতা নিয়ে গিয়েছিলেন ঢাকাই ছবির চমৎকার চলচ্চিত্র জুটি রিয়াজ-পূর্ণিমা। ছবিটি প্রযোজনাও করেছিলেন নায়ক রিয়াজ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হৃদয়ের কথা ছবি দিয়ে চলচ্চিত্রের গানে অভিষেক হয়েছিলো আজকের মিউজিক ক্রেজ হাবিব ওয়াহিদের। তার সুর-সংগীত ও কণ্ঠে ‘ভালো বাসবো বাসবো রে বন্ধু’ গানটি দেশব্যাপি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো। পাশাপাশি ছবির অন্য গানগুলোও পেয়েছিলো শ্রোতাপ্রিয়তা।
এই ছবিটির পরে এস এ হক অলিক আরও নির্মাণ করেছেন ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, আরও ভালোবাসবো তোমায়’ ও ‘এক পৃথিবী প্রেম’।
বিজ্ঞাপন
এমএবি/এলএ/এমএস
আরও পড়ুন
বিজ্ঞাপন