ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অন্ধকারের গল্পে কুইন রহমান

প্রকাশিত: ০৯:৫০ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

এই সমাজই পতিত নারী থেকে পতিতা বা যৌনকর্মী তৈরি করে। দিনের বেলা অনেকে ঘৃণা করলেও রাতের আঁধারে কেউ কেউ ছুটে যায় তাদের কাছে। পেটের দায়ে তারা শরীরকে পুঁজি করে চলে। আর এসব ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘দ্য চেইন’ টেলিফিল্মটি।

দুখু সুমনের রচনা ও স্টালিন মাহমুদের পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এটিএন তারকাদের তারকা খ্যাত কুইন রহমান। এছাড়া আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জজ, শ্যামল মাওলা, কাজী রাজুসহ আরও অনেকে।

টেলিফিল্মটি সম্পর্কে জানতে চাইলে কুইন রহমান বলেন, ‘সমাজের অন্ধকার জগতের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। যৌনকর্মীদের সুখ-দুঃখ ও তাদের পর্দার আড়ালের কিছু কথা উপস্থাপিত হয়েছে। সব মিলিয়ে একটি ব্যতিক্রমী টেলিফিল্ম হয়েছে এটি।’

এধরনের চরিত্রে নিজেকে কিভাবে মানিয়েছেন জানতে চাইলে তিনি আরও বলেন, ‘সবার আগে ছিল একটি টিম ওয়ার্ক। এছাড়া প্যাশন বা মমতা দিয়ে চরিত্রকে বুঝতে চেষ্টা করেছি। এমনকি কাহিনীর প্রয়োজনে একটি দৃশ্য ধারণ করতে গিয়ে সারাদিন পুকুরের পানিতে অর্ধ কোমর ডুবিয়ে দাঁড়িয়েছিলাম। আশা করি চরিত্রটি সবার ভালো লাগবে।’

এদিকে, পরিচালক স্টালিন মাহমুদ বলেন, ‘এ কাহিনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু তা আর হয়ে ওঠেনি। পরবর্তীতে টেলিফিল্ম তৈরি করলাম। কাহিনীর চরিত্রগুলো বোঝার জন্য প্রকৃত যৌনকর্মীদের আচার-ব্যবহারও অনুসরণ করেছি। এমনকি বাস্তবের কয়েকজন যৌনকর্মী রয়েছেন এ টেলিফিল্মে।’

উল্লেখ্য, ২০০৬ সালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার রিয়েলেটি শো ‘তারকাদের তারকা’ খেতাব অর্জন করেন কুইন রহমান। এরপর পর্দায় খুব একটা উপস্থিত না হলেও ক্যামেরার পেছন থেকে কাজ করে যাচ্ছেন সমানতালে। অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং প্রযোজনাও চালিয়ে যাচ্ছেন এই তারকা।

এলএ/আরআইপি