ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জিটিভির আঞ্চলিক নাটকে সুবর্ণা মুস্তাফা

প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

এবারের ঈদে দর্শকদের বাড়তি আগ্রহ ছিলো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টিভির (জিটিভি) পর্দায়। চ্যানেলটি এবারে তাদের ঈদ আয়োজন সাজিয়েছে বিরতীহীন। তারমধ্যে প্রশংসিত একটি আয়োজন হলো সপ্তাহব্যাপি বিভিন্ন অঞ্চলের ভাষার নাটক।

সেই ধারবাহিকতায় ঈদের পঞ্চম দিন মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে প্রচার হবে ‘বিপন্নতায় এটি একটি গল্প হয়ে উঠতে পারতো’ নামের একটি নাটক। ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় নির্মিত এই নাটকে পতিতা চরিত্রে অভিনয় করেছেন দর্শকনন্দিনী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তার সাথে রয়েছেন তরুণ অভিনেতা শ্যামল মাওলা। শ্যামলকে দেখা যাবে চোরের ভূমিকায়।

একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন সেলিম আহমেদ। নাটকটি পরিচালনা করছেন গোলাম মুক্তাদির। এক রাতের গল্প নিয়েই এ নাটকের দৃশ্যধারণের কাজ হয়েছে। তাই পুরো নাটকে দৃশ্য মাত্র একটি!

নাটকের গল্পে দেখা যাবে সুবর্ণা মুস্তাফার বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ে যান শ্যামল মাওলা। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা। নাটকের শুরুটা হাস্যরসাত্মক হলেও এর শেষদিকে এসে দর্শক একটি বার্তা পাবেন।

এলএ/এমএস