ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অভিষেকেই কপিলের বাজিমাত

প্রকাশিত: ০৯:১০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

কৌতুক অভিনেতা হিসেবে ভারতে দারুণ জনপ্রিয় কপিল শর্মা। তার প্রাণবন্ত উপস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা গেছে বলিউডের ডাকসাইটে সব অভিনেতা-অভিনেত্রীদের।

এবার কপিল নিজেই বনে গেল বি-টাউনের হিরো। আর প্রথম যাত্রাতেই পেয়েছেন অসামান্য সফলতা। ছোট পর্দা থেকে বড় পর্দাতে অভিষেকের প্রথম কিস্তিতেই বাজিমাত করে দিলেন এই কমেডিয়ান। কপিল শর্মার প্রথম ছবি ‘কিস কিসকো পেয়ার কারু’ মুক্তির ঠিক দুদিনের মধ্যেই ১৮.৭৫ কোটি রুপি আয় করেছে। ধারণা করা হচ্ছে প্রথম সপ্তাহে এ ছবির আয় ৩০ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

এর আগে, করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৭.৫ কোটি রুপি। এ ছবিও ছিল আলিয়া ভাটের প্রথম ছবি। কপিলের ‘কিস কিসকো পেয়ার কারু’ ছবিটি ডিঙিয়ে গেছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’কে।

এ ছাড়া, ‘কিস কিসকো পেয়ার কারু’ ছবিটি মুক্তির পর প্রথম দিনের আয়ে ডিঙিয়ে গিয়েছে সুরজ পাঞ্চোলি আথিয়া অভিনীত ‘হিরো’ ছবিকেও। ‘হিরো’ আয় করেছিল ৬ কোটি রুপির কাছাকাছি।

এতোটা সাফল্য এই ছবির জন্য ছবির প্রযোজকও আশা করেননি। এখন হাসছেন সবাই। ছবির দুই পরিচালক আব্বাস-মাস্তানও আনন্দে আটখান। কারণ তাদের ক্যারিয়ারের দীর্ঘ খরা কাটিয়েছে এই ছবি।

‘কিস কিসকো পেয়ার কারু’ ছবিটিতে কপিল ছাড়া আরো অভিনয় করেছেন সুইডিশ অভিনেত্রী ইলি আব্রাম, আরবাজ খান প্রমুখ অভিনেতা।

উল্লেখ যে, ২০১৩ সালে কপিল শর্মা ‘কমেডি নাইট উইথ কপিল’ নামে নিজস্ব একটি টেলিভিশন শো চালু করেন, এবং এতে নিজেই চমৎকার উপস্থাপনা করেন।

এলএ/এমএস