ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চন্দনার সঙ্গে গাই‌ল স্টে‌ডিয়াম ভরা দর্শক

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৮ পিএম, ১৬ নভেম্বর ২০১৯

‌জ‌মে উ‌ঠে‌ছে লোক গা‌নের উৎসব ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯’। গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এবারের আয়োজনের পর্দা নামবে আজ শ‌নিবার রাতে। গেল দুদিন আর্মি স্টেডিয়ামে ছিল শ্রোতাদের ঢল। আজ তৃতীয় দিনেও কানায় কানায় পূর্ণ উৎসবের আঙ্গিনা।

মা‌লেক কাওয়া‌লের গ‌ান দি‌য়ে শুরু হয় তৃ‌তীয় দি‌নের আ‌য়োজন। তারপর গে‌য়ে‌ছে রা‌শিয়ার ব্যান্ড স‌াত্তুমা। এরপর মঞ্চ মাতাতে আসেন বাংলাদেশের জনপ্রিয় লালনসঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার।

‘চাতক ভক্তিতে ভোলাবেন সাঁই’, ‘ধন্য ধন্য বলি তারে’, ‘সিন্নি খাওয়ার লোভ’, ‘তুমি জানো নারে প্রিয়’, ‘মুর্শিদ পরশ মনি গো’, ‘যাও পাখি বলো তারে- শিরোনামে গানগুলো গেয়ে হাজারও দর্শকের পিপাসা মেটান তিনি।

jagonews24

চন্দনার পরিবেশনার স্টেডিয়ামে ভিন্ন রকম পরিবেশ তৈ‌রি হয়। বিভিন্ন বয়সের সঙ্গীত পিপাসুরা তার সাথে তালে তাল মিলিয়ে গান গেয়েছেন। টানা ৪৫ মিনিট মঞ্চ মাতিয়েছেন চন্দনা মজুমদার।

গতকাল দ্বিতীয় দিনে মঞ্চ মাতিয়ে গেছেন বাংলাদেশর কামরুজ্জামান রাব্বি, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, মালির হাবিব কইটে ও পাকিস্তানের হিনা নাসরুল্লাহর।

এর আগে প্রথম দিন মঞ্চ মাতিয়ে ছিলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শাহ আলম সরকার, ভারতের দালের মেহেন্দি ও জর্জিয়ার শেভেনেবুরেবি।

২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত এ অনুষ্ঠানের এবার পঞ্চম আসর

এমএ‌বি/এমএসএইচ